আজকে প্রথম আলোতে এক বড় ব্যাবসায়ির সাক্ষাতকার দেখলাম। ইউ এস বাংলার চেয়ারম্যান। আন্দাজে ই্চ্ছা মতো বলে গেল, আর যে সাক্ষাতকার নিল সেও শুনে গেল।
বাংলাদেশের আভ্যন্তরীণ বিমান পরিবহণ সম্পর্কে উনি মনে হয় পুরোপুরি ধারণা রাখেন না। এই সাক্ষাতকারে উনি বলেছেন যশোরে নাকি প্রথম ইউ এস বাংলা নিয়মিত ফ্লাইট চালু করেছে। আসলে পাকিস্তান আমল থেকেই ঢাকার সাথে যশোরের সরাসরি বিমান চালু ছিল প্রতিদিন সকাল- বিকাল দুইটা করে। এর পর জিএম জি , এয়ার পারাবাত, এরো বেন্গল, ইউনাইটেড আসার পরে তারাও ঢাকা যশোর দিনে একটা করে ফ্লাইট চালায়। মাঝে ২০০৬ থেকে ২০১০ বাংলাদেশ বিমান বন্দ্ধ ছিল কিন্তু ২০১০ এর পর থেকে আবার চালু হয়েছে। এছাড়াও নভো, রিজেন্ট ও ইউ এস বাংলার আগে থেকেই নিয়মিত ঢাকা যশোর ফ্লাইট পরিচালনা করে এবং এখনো করে যাচ্ছে।