উড়ে যাওয়া গাংচিলের মতো
মুগ্ধতা গুলো ক্রমশ সাতার কাটে,
দিঘন্তজোড়া স্বপ্নগুলো এলোমেলো পথে
ক্লান্ত হয় অবিশ্রান্ত হেটে ;
নির্দয়ভাবে দাড়িয়ে থাকে মাঝপথে
বাস্তবতার বড় একটি কপাট,
নিছক অচেনা বলেই মনে হয়-
আষ্টেপৃষ্ঠে থাকা চিরচেনা এই পথঘাট ।
সহজ গাণিতিক হিসাবটিই ক্রমশ
হয়ে উঠে আমৃতু্য জটিল,
পান্ডুলিপির আয়োজনে পিছিয়ে তখন
মন ছুয়ে যাওয়া আকাশের নীল ।
উদাস করা গানের সুরটিকেই
লাগে বড্ড বেশি বেমানান,
তবু ও মুগ্ধতা মরে না
খুঁজে ফিরে সিগ্ধময় প্রাণ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০