somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ নাটক ও কিছু আইনি বিতর্ক

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যহতি নেওয়া সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার রাতে সরকারের এক তথ্য বিবরণীর মাধ্যমে এই তথ্য জানা গেছে।

তথ্য বিবরণী (নম্বর- ১২৭৯) অনুযায়ী, “প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর rule 3(iv)-এ প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সুরঞ্জিত সেন গুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।”

সরকার থেকে জারী করা তথ্য বিবরণীটির বিশ্লেষণ করা যাক। তথ্য বিবরণীতে তারিখ উল্লেখ আছে- ‘ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল)’। তথ্য বিবরণীর কয়েকটি দিক-

১. প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর rule 3(iv)-এ প্রদত্ত ক্ষমতাবলে
২. রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত
৩. সুরঞ্জিত সেন গুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক
৪. দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন

উল্লেখিত পয়েন্টগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করা যাক। প্রথমেই দেখে নেই কী আছে রুলস অব বিজনেস (কার্যবিধি) ১৯৯৬ এর রুল ৩(৪) তে।
3. Allocation of Business.⎯ (iv) The Prime Minister may assign a Division or a Ministry or more than one Division or one Ministry to the charge of the Prime Minister, a Minister or a Minister of State :

Provided that a Division or Ministry not so assigned shall be in direct charge of the Prime Minister.

এই রুল অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দিতে পারেন।

এবার তথ্য বিবরণীর ২ নং পয়েন্টের দিকে লক্ষ করা যাক। তথ্য বিবরণীতে পরিস্কারভাবে লেখা আছে ‘রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত’। তার মানে ১৭ এপ্রিল রাত পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্ত রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অথচ ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রণালয় থেকে অব্যহতি নেওয়ার কথা জানান সুরঞ্জিত। সংবাদ সম্মেলনে দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। সেখানে তিনি বলেন, “অনেকেই মনে করেন, আমি রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে এই তদন্ত প্রভাবিত হতে পারে। সুতরাং এই ব্যাপারে গণতন্ত্রের মাত্রাকে সৃদৃঢ় করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। চল্লিশ বছরের রাজনৈতিক সংস্কৃতির ইতি টেনে, গণতন্ত্রের মধ্যে আজকে আমি সেটুকু অবদান রেখেই বলতে চাই, আমার সম্পৃক্ততা না থাকার পরও যেহেতু রেলের সমস্ত সফলতা আমার ওপর বর্তায়, ব্যর্থতাও আমার ওপর বর্তায়। সে কারণে এই ব্যর্থতার দায়দায়িত্ব নিয়ে আমি রেলের মন্ত্রী হিসেবে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারি এবং সেই লক্ষে প্রধানমন্ত্রীর কাছে আমার পত্র আমি প্রেরণ করব।” তিনি আরও বলেন, “রেলপথ মন্ত্রণালয়ে সাম্প্রতিক সময়ে সৃষ্ট সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে আমি রেলমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মধ্য দিয়ে তদন্ত প্রভাবিত হওয়ার শঙ্কা, সংশয়, সন্দেহের অবসান ঘটবে বলে আমার বিশ্বাস।” তিনি বলেছিলেন, “এই তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার রাজনীতিতে ফিরে আসতে পারব।”

একদিন যেতেই প্রমাণ হলো এসবই ছিল নাটক। সংবাদমাধ্যম থেকে জানা যায়, রেলমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র প্রদাণ করলেও প্রধানমন্ত্রী ওই পদত্যাগ সরাসরি গ্রহণ না করে সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তর ছাড়া মন্ত্রী করার সিদ্ধান্ত নেন। সবগুলো সংবাদমাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের খবর প্রচার/প্রকাশ করা হয়। আওয়ামীলীগের কয়েকজন নেতা সুরঞ্জিতের ‘পদত্যাগের’ প্রশংসাও করেন।

মন্ত্রণালয় থেকে পদত্যাগের পদ্ধতি সংবিধানের ৫৮(১)(ক) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী- “৫৮। (১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।” ফলে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদানের সঙ্গে সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের পদ শূন্য হওয়ার কথা। অথচ সরকারের ১৭ এপ্রিলের তথ্য বিবরণীতে ১৬ এপ্রিল পদত্যাগ করা সুরঞ্জিত সেনগুপ্তকে ১৭ এপ্রিল তারিখেও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী দেখানো হয়েছে। এখানে উল্লেখ্য রেলপথ মন্ত্রণালয় থেকে অব্যহতি নেওয়ার ঘোষণা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল মন্ত্রণালয় থেকে পতাকবিহীন গাড়িতে করে ফিরে যান। এতে বোঝা যায় তিনি মন্ত্রী হিসেবে পদত্যাগ করার মানসিক প্রস্তুতি সম্পন করেছিলেন। রুলস অব বিজনেস এর ব্যাখ্যা অনুযায়ী কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে তা কেবল নির্ধারণ করতে পারেন প্রধানমন্ত্রী। সুতরাং সুরঞ্জিত সেনগুপ্ত কেবল রেলপথ মন্ত্রণালয় থেকে অব্যহতি নিয়ে মন্ত্রী হিসেবে থাকতে পারেন না, পদত্যাগ/ অব্যহতি নিতে হলে মন্ত্রী হিসেবেই নিতে হবে।

সুতরাং বলা যায় সরকার থেকে জারী করা তথ্য বিবরণীটি আইনের কিছু বিষয় মেনে প্রকাশ করা হয়নি। তাছাড়া ১৬ এপ্রিল পদত্যাগপত্র জমা দেওয়ার পর (সংবাদমাধ্যমের খবর অনুযায়ী) ১৭ এপ্রিল রাতে দপ্তরবিহীন মন্ত্রী করার প্রক্রিয়াটি সংবিধানের ৫৮(১) (ক) অনুচ্ছেদের লংঘন।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩(৪) অনুযায়ী সুরঞ্জিত সেনগুপ্তকে পুনঃরায় মন্ত্রী (দপ্তরবিহীন) করতে পারেন, সেক্ষেত্রে সেটি হবে নতুন নিয়োগ। তাহলে সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সুরঞ্জিত সেনগুপ্তকে আরেকবার শপথ নেওয়া উচিত।

১৪৮। (১) তৃতীয় তফসিলে উল্লিখিত যে কোন পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে উক্ত তফসিল-অনুযায়ী শপথগ্রহণ বা ঘোষণা (এই অনুচ্ছেদে "শপথ" বলিয়া অভিহিত) করিবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন।

এর আগেও সোহেল তাজকে নিয়ে একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানো হলেও এখনও তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রেখে দেওয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×