আমি একজন 'অতিমাত্রায় অলস শ্রেণীর' লেখক। ২০০৯ সাল থেকে বই বের করার পরিকল্পনা করে যাচ্ছি। প্রতিবছরই শেষ পর্যন্ত লেখার কাজ শেষ করতে পারিনি। মজার ব্যাপার হলো গত তিন বছরে আলাদা আলাদা তিনটা বই নিয়ে কাজ করেছি এবং ডেডলাইন মিস করার পর সেই বই নিয়ে আর কাজ করিনি। কিন্তু এ বছর পুরনো নিয়ম ভঙ্গ করে জানুয়ারি মাসে বই লেখার কাজ শেষ করে ফেললাম।
২০০৮ সালের শেষ দিকে ব্লগে একটা ধারাবাহিক লেখা শুরু করেছিলাম ‘পরিণত মোহ কিংবা অপরিণত ভালোবাসা’ শিরোনামে। ২০০৯ সালের বইমেলার আগে পরিকল্পনা করেছিলাম তা নিয়ে একটা বই বের করবো। কিন্তু বইমেলার আগে লেখা শেষ হলো না। পরের দুই বছরেও একই ঘটনা! ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণের উপর একটা বই, ২০১১ সালে একটা গল্পের বই। কিন্তু কোনবারই শেষ পর্যন্ত পান্ডুলিপি সম্পূর্ণ তৈরি করতে পারিনি।
জানুয়ারি মাসের শেষদিকে এবারের বইয়ের কাজ শেষ হয়। তারপর প্রকাশনা পর্বের কাজ। আমার প্রথম বই 'বাংলা ব্লগের ইতিবৃত্ত' বইমেলায় এসেছে ২৪ ফেব্রুয়ারি। বইটি পাওয়া যাবে শুদ্ধস্বরের স্টলে। স্টল নং ৪৪৪, ৪৪৫, ৪৪৬।
বইটিতে মোট দশটি অধ্যায় রয়েছে। এগুলো হলো-
১. ব্লগের সূচনা ও বাংলা ব্লগ
২. বাংলা ব্লগ ও ব্লগ-কমিউনিটির ভাঙা গড়া
৩. ব্লগ সংস্কৃতি
৪. ব্লগ রাজনীতি ও ব্লগের রাজনীতি
৫. ব্লগের ভাষা
৬. ব্লগের সাহিত্য ও ব্লগ সাহিত্য
৭. ব্লগ, নাগরিক ও সামাজিক সাংবাদিকতা
৮. গণজাগরণ ও ব্লগের সম্ভাবনা
৯. বাংলা ব্লগের অন্দরমহল
১০. সাফল্য, সম্ভাবনা ও সীমাবদ্ধতা