৮ম ওয়েবলগ অ্যাওয়ার্ড ২০০৮ ( ব্লগিস) এর নমিনেশন পর্ব শুরু হয়েছে ১ জানুয়ারী ২০০৮ থেকে। আগের একটি পোস্টে ওয়েবলগ অ্যাওয়ার্ড সম্পর্কে উল্লেখ করেছিলাম। ওয়েবলগ অ্যাওয়ার্ড ব্লগের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরা অ্যাওয়ার্ড। এর নাম ব্লগিস। নমিনেশন শুরুর পর্বে ব্লগসাইটগুলোকে নমিনেশন করতে হবে। এখন থেকে ১১ জানুয়ারী ইস্টার্ণ স্ট্যান্ডার্ট টাইম রাত ১০টা পর্যন্ত নমিনেশনের জন্য ভোট দেযা যাবে। সেই হিসেবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ভোট নমিনেট করা যাবে ব্লগসাইটগুলোকে।
নমিনেশন পরবর্তী পর্ব :
১১ জানুয়ারী নমিনেশন পর্ব শেষ হওয়ার পর ১৩ জানুযারী ৫০ জন ভোটারের সমন্বয়ে ৩টি প্যানেল করা হবে। ইমেইলের মাধ্যমে প্যানেল সদস্য করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। দশটি ক্যাটাগরিতে যেসব ব্লগসাইট সর্বোচ্চ নমিনেশন পেয়েছে সেগুলোর একটি লিস্ট করবেন প্যানেল সদস্যরা। প্যানেল সদস্যরা ১৮ জানুয়ারী রাত ১১ টার মধ্যে গোপনীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পছন্দের পাচটি ব্লগসাইটের নাম সাবমিট করবেন, ওয়েবলগ অব দ্য ইয়ার ক্যাটাগরির জন্য ৬ টি ব্লগসাইটের নাম সাবমিট করবেন। অবশ্যই এই পছন্দের সাইটগুলো সর্বোচ্চ নমিনেশনের লিস্টে থাকতে হবে। এই পাচটি অথবা ছয়টির ব্লগসাইট সবচেয়ে বেশি ভোট পাওয়ার মাধ্যমে ফাইনাল রাউন্ডে অবতীর্ণ হবে।
জানুয়ারীর ২২ তারিখ থেকে ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হবে। তারপর পুনরায় বিজয়ী নির্বাচনের জন্য সর্বসাধারণের কাছে উন্মুক্ত ভোট আহ্বান করা হবে। এই ভোটিং পর্ব শেষ হবে ৩১ জানুয়ারী বাংলাদেশ সময় রাত ১১টা।
মার্চ মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চুড়ান্তভাবে বিজয়ী ব্লগসাইটগুলোর নাম ঘোষণা করা হবে।
নমিনেশন পর্ব নিয়ে কিছু কথা :
নমিনেশনের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন ওয়েবলগ অ্যাওয়ার্ড নিয়ে লেখা আমার আগের পোস্টে উল্লেখ করা হয়েছে।
দেখুন-
যেহেতু নমিনেশন পর্ব শুরু হয়ে গেছে সুতরাং এখন আমাদের নমিনেট করার সুযোগ চলে এসেছে। আমরা বছরের সেরা ব্লগসাইট হিসেবে জিতিয়ে আনতে পারি সামহোয়ারইনব্লগকে।
অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেশন দয়ো যাবে। তবে আমাদের ক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরিটি হলো ওয়েবলগ অব দ্য ইয়ার। এই ক্যাটাগরিটিতে আমরা চেষ্টা করলে জিতিয়ে আনতে পারি সামহোয়ারইনব্লগকে। এজন্য আগে প্রচুর নমিনেশন সাবমিট করতে হবে। যার যার এক বা একাধিক ইমেইল ব্যবহার করে সামহোয়ারইনব্লগের জন্য নমিনেশন সাবমিট করুন।
সামহোয়ারইনব্লগকে নমিনেট করার জন্য আপনাকে কয়েকটি ক্যাটাগরির বিষয়ে বলে দিচ্ছি।
১. বেস্ট ওয়েব অ্যাপলিকেশন ফর ওয়েবলগ
২. বেস্ট এশিয়ান ওয়েবলগ
৩. বেস্ট রাইটিং অব অ্য ওয়েবলগ
৪. বেস্ট গ্রুপ ওয়েবলগ
৫. বেস্ট কমিউনিটি ওয়েবলগ
৬. ওয়েবলগ অব দ্য ইয়ার
সামহোয়ারইনব্লগসহ আপনার পছন্দের ব্লগসাইটগুলোকে নমিনেট করতে
ক্লিক করুন
আপনি যদি প্যানেল সদস্য হতে চান তাহলে লক্ষ্য করুন লিংকটির শেষ দিকে একটি অপশন আছে। সেই অপশন বক্সে ক্লিক করে দিন।
নমিনেট করার আগে নিয়মকানুনগুলো দেখে নিন
৮ম ওয়েবলগ অ্যাওয়ার্ড সমন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৬