চারুকলার সিরামিক্স ডিপার্টমেন্টের সামনেই আমাদের ব্লগারদের আড্ডা অনুষ্ঠিত হয়। সামনের মাঠের সবুজ ঘাসে বসে সব ব্লগাররা আড্ডা দিয়েছি। যারা এই ব্লগার আড্ডায় অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। একটা কথা বলে নিতে হয়। এই আড্ডায় ব্লগার ছাড়াও ব্লগের অনেক পাঠক অংশ নিয়েছেন। আশা করছি এসব পাঠক এবং অতিথিরা পরবর্তীতে ব্লগার হিসেব অন্য কোন ব্লগার আড্ডায় অংশ নিবেন। যারা এবারের ব্লগার আড্ডায় আসতে পারেন নি, তারা হয়তো পরবর্তীতে অন্য কোন ব্লগার আড্ডায় আসতে পারবেন।
ব্লগার আড্ডায় যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।
মাহবুব ভাই- একদম ঠিক সময়ে আপনি চলে এসেছিলেন। ক্যাম্প ফায়ারিং এর আইডিয়াটা দারুন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
নাইম ভাই- আপনি অনেক আগেই চলে এসেছিলেন আমাদের সাহায্য করার জন্য। অনেক আন্তরিক এই মানুষটিকে অনেক ধন্যবাদ।
আহমাদ মুজতবা- অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে দেখে অনেক আনন্দিত হয়েছি। দ্য জিনিয়াস বয়।
হমপগ্র- আপনি আমাদের শোনালেন কিভাবে আপনার ইমরোজ নামটি হমপগ্র হয়ে গেল। আপনার আন্তরিকতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই অন্য কোন সময় আমি গান শোনাব।
সুখী মানুষ- অরুন ভাই ব্লগে আপনার নাম সুখী মানুষ। আপনাকেও দেখেও তাই মনে হয়েছে। সকল আয়োজনে সহযোগিতার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
সাতিয়া মুনতাহা নিশা- আমিতো তোমাকে আগে থেকেই চিনি। তারপরও ব্লগারদের আড্ডায় এসে কাজে সাহয্য করার জন্য ধন্যবাদ।
আইরিন সুলতানা- আপনার অনুরোধ রেখেই ব্লগার আড্ডার সময় বিকাল চারটা থেকে দিয়েছিলাম। যদিও আপনি কিছুটা দেরি করে ফেলেছিলেন। কিন্তু এসে যে সুইট হাসি আপনি দিয়েছেন, তাতে আপনার প্রতি আর রাগ করে থাকা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।
কেএসআমীন- আমাকে আপনি অনেক সিনিয়র ব্লগার মনে করেছিলেন। কিন্তু দেখে নিশ্চয়ই মনে হয়েছে আমি কতোটা সামান্য একজন ব্লগার। অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত সময়ের মধ্যেও সময় করে আসার জন্য।
সাইমুম ভাই- আপনার সঙ্গে আমার বেশ পরিচয়। আপনার সকল সহযোগিতার জন্য অনেক কৃতজ্ঞতা জানালেও শেষ হবে না।
ফয়সল ভাই- চারুকলা থেকে আপনাকেই আমি নিয়ে এসেছিলাম ভেন্যুতে। প্রথমদিকে কিছুটা অন্তর্মূখী মনে হলেও পরে বুঝতে পেরেছি আপনি কতোটা আন্তরিক। অনেক ধন্যবাদ ভাইয়া।
সোমেশ্বর অলি ভাই- আপনাকে আমি কবি বলেই ডাকি। কবি, আপনি অফিসের সময় ম্যানেজ করে আসায় অনেক খুশি হয়েছি।
মাথামোটা- আপনিতো প্রথমে আপনার পরিচয় দেননি। পরে অবশ্য পরিচয় দিলেন। বেশ রহস্যময় মনে হলেও আপনি মানুষটা বেশ আন্তরিক।
মহারাজা- আপনিতো ছোট ছোট ছেলেমেয়েদের কাছে মহারাজা। তবে আপনি আপনার আন্তরিক আচরনেও মহারাজা। অনেক ধন্যবাদ ভাইয়া আসার জন্য।
নির্ঝর ভাই- আমাদের ব্লগার আড্ডার অফিসিয়াল ফটোগ্রাফার। মশা অনেক জ্বালাতন করেছে ,তাই না ভাইয়া???
রাকিব ভাই- আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। আড্ডায় আসার জন্য অনেক ধন্যবাদ।
ক্যামেরাম্যান- আপনি কিন্তু আপনার ক্যামেরায় আমার ছবি তুলেননি। যাই হোক আসার জন্য ধন্যবাদ।
গনি মিয়া- আপনাকে দেখে একালের গনি মিয়াই মনে হলো। বেশ স্মার্ট একটা ছেলে। প্রেম কয়টা হয়েছে এপর্যন্ত????
কালপুরুষদা- আপনার সঙ্গে আগেও একবার দেখা হয়েছিল। আপনি যে কতোটা আন্তরিক এবং চিরতরুন তা নতুন করে আর বলতে চাই না। শুধু বিনীতভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই।
ব্রাত্য রাইসু ভাই- কবি মানুষেরা একটু ভাবুকই হয়। তবে শেষ পর্যন্ত আপনি আড্ডায় এসেছেন তাই অনেক ধন্যবাদ।
রাগ ইমন আপু- আমি জানতাম আপনি অসুস্থ। বলেছিলেন আসতে পারলে সেটা হবে মিরাকল। শেষ পর্যন্ত মিরাকল ঘটিয়ে চলে আসলেন। এতো ভালোলাগা কোথায় রাখি???
অমি রহমান পিয়াল ভাই- যাই হোক শেষ পর্যন্ত আপনি আসতে পেরেছিলেন। এজন্যই অনেক কৃতজ্ঞতা। আপনি যেভাবে আমার প্রশংসা করতেছিলেন কিছুটা লজ্জাই পেয়েছিলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
অরুপ ভাই- সময় করে আসার জন্য অনেক ধন্যবাদ। যদিও আপনি দেরি করে এসেছিলেন।
অন্যমনস্ক শরৎ- আপনাকে দুর থেকে দেখেছি। সামনে যাই নি। তবে আসার জন্য অনেক ধন্যবাদ।
নতুন পৃথিবী- আপনার আসল নামেই আপনাকে বেশ ভালো করেই চিনি। আসার জন্য এবং আপনার চিরচেনা সেই আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
মোস্তফা মনির সৌরভ- শেষ মুহুর্তে আপনার আসায় বেশ খুশী হয়েছি। আপনার সাথে সামনাসামনি দেখা হওয়ায় বেশ আনন্দিত হয়েছি।
আলী- পরিচিত হতে গিয়ে এতো লাজুক হলে কি চলে? আপনিতো বেশ স্মার্ট। আচ্ছা মাউস দিয়ে লেখে সর্বোচ্চ ব্লগার হওয়ার রহস্যটা বলবেন কি?
অহেতুক অকারণ- আপনি যদি মহামান্য ব্লগার ঢালী হয়ে থাকে তাহলেতো অনেক জোশ। ভালো, পরিচিত হতে পেরে আনন্দিত হয়েছি।
রকি ভাই- ব্লগের একমাত্র কার্টুনিস্ট। আপনার সাথেতো আগে থেকেই পরিচয় আছে। আসার জন্য অনেক ধন্যবাদ।
শরিফ রনি- পরে হলেও আড্ডায় এসেছিলে। অনেক ধন্যবাদ।
বাকী বিল্লাহ- আপনাকে দুর থেকে দেখেছি। আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
দেবদারু- আপনার সঙ্গেতো আমার কথা হয়েছে। আন্তুরিক ও হাসিখুশী মানুষ। অনেক ধন্যবাদ ভাইয়া আসার জন্য।
হাসান- ভাইয়া, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? না পারলেও আপনার প্রতি কৃতজ্ঞতা আড্ডায় আসার জন্য।
আরিল- আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর শেষ নেই। আমাদের ব্লগিং প্ল্যাটফর্মের জন্য আপনি অনেক করেছেন। সময় করে ব্লগার আড্ডায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর যেভাবে বাংলা বলে আমাদের গ্রহণ করে নিলেন, সেই আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
জানা- সময় করে এসেছেন। আমাকে যেভাবে এপ্রিশিয়েট করেছেন তাতে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
সামিয়া এষা- ব্লগারদের আড্ডায় আসার জন্য অনেক ধন্যবাদ।
রিজভী ভাই- আপনার কথা কি আর আলাদা করে বলা উচিত? শুধু মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে যাই।
হাজ্জাজ বিন ইউসুফ ভাই- অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আসার জন্য ধন্যবাদ ভাইয়া।
নিধিরাম সর্দার- আপনি কি আসলেই এসেছিলেন? তবে আমার সঙ্গে দেখা করেননি কেন ভাইয়া। আমি কিনউত রাগ করেছি!!!
হোসেন- আপনাকেওতো আমি দেখিনি। গ্রেট মিস।
রফিক হারিরি- যায়যায়দিনসূত্রে আপনাকে আগে থেকেই চিনি। আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
মীর রাব্বি- আরজে রাব্বি, আপনাকেও আগে থেকেই চিনি। আসার জন্য ধন্যবাদ।
রিয়ন - আপনার আসল নামটা আমার জানা আছে। আন্তরিকতার জন্য আপনি ধন্যবাদ পেতে পারেন। অনেক কৃতজ্ঞতা ভাইয়া।
দূরালাপনী- আসার জন্য অনেক কৃতজ্ঞতা।
দ্বান্ধিক- আনন্দময় মানুষ আপনি। আসার জন্য ধন্যবাদ না দিলেও নিশ্চয়ই রাগ করবেন না। হা হা । যাই হোক ধন্যবাদ দিয়েই দিলাম।
(আরো নাম যোগ হতে পারে)
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪