পুরো দুনিয়া এখন ইন্টারনেটের ভর্াচুয়াল জগতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। ইন্টারনেটের এই যোগাযোগ সম্পন্ন হচ্ছে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন বড় বড় লাইব্রেরী থেকে শুরু করে ছোট মাঝারী ব্যবসায়ীদের ও রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট। প্রয়োজনীয় বিভিন্ন তথ্য প্রয়োজনের সাথে সাথে ই পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। ওয়েবসাইটের এ বিপ্লব সম্ভব হয়েছে বিভিন্ন ওয়েব সাইট তৈরীর সফটওয়্যারের জন্য। এ রকমই একটি চমৎকার তথ্য ভিত্তক ওয়েবসাইট তৈরীর সফটওয়্যার হচ্ছে জুমলা। জুমলা মূলত একটি কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম (সিএমএস)। বর্তমান সময়ে জুমলাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম সফটওয়্যার হিসেবে গন্য করা হয়। এবং ইতিমধ্যেই জুমলা বিভিন্ন আওয়র্াডে ভুষিত হয়েছে। জুমলা অর্থ একত্রে বা সব একসাথে।কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম বলতে বোঝায় যার মাধ্যমে বিভিন্ন কনটেন্ট ভিত্তিক ওয়েবসাইট তৈরী ,সম্পাদনা , ব্যবস্থাপনা এবং সাজানো যায় এবং এখানে কনটেন্ট বলতে বিভিন্ন কমপিউটার ফাইল , ছবি , মিডিয়া , অডিও ফাইলস , ইলেক্ট্রনিক ডকুমেন্ট এবং সবের্াপরি ওয়েব ভিত্তিক বিভিন্ন তথ্য। জুমলার সাহায্যে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরী করা যায় তবে ই-কমর্াস , ব্লগ , আরএসএস ফিড , সংবাদ , ফোরাম ইত্যাদি ধরনের সাইট এর মাধমে সহজেই তৈরী করা যায়। এছাড়া এর মাধ্যমে করপোরেট ওয়েবসাইট বা পের্াটাল , অনলাইন কর্মাস ,স্মল বিজনেস সলিউশন , দাতব্য সংস্থা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট , সরকারী বিভিন্ন অ্যাপ্লিকেশনস , কমিউনিটি ভিত্তিক পোর্টাল ইত্যাদি তৈরী করা যায়।
জুমলার সবচেয়ে বড় সুবিধা হল এটি মুক্তসোর্স। জুমলার স্লোগান হল 'ওপেনসোর্স মেটারস'।এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সেচ্ছাসেবী সংস্থা যারা মুক্তসোর্স ভিত্তিক বিভিন্ন প্রকল্পকে সাহায্য করে। মুক্তসোর্স হওয়ার ফলে যেকেউ এটি ব্যবহার এবং উন্নয়নের কাজ করতে পারে। এটি জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্সের আওতায় রয়েছে ফলে যেকেই জুমলাকে পরিবর্তন ,পরির্বধন , পরিমার্জন করতে পারবে প্রয়োজন অনুযায়ী। তবে বিভিন্ন ওয়েব টেমপ্ল্যাট ব্যবহারের সময় তাদের লাইসেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। এছাড়াও হাজার হাজার সেচ্ছাসেবী জুমলার উন্নয়নে কাজ করে ফলে সহজেই বিভিন্ন অনলাইন কমউিনিটি থেকে জুমলা সমর্্পকিত সাহায্য পাওয়া যায়।
জুমলা ইন্সটল করা এবং ব্যবহার করা খুবই সহজ। অনেকেরই ধারনা রয়েছে যে ওয়েবসাইট তৈরী করতে হলে অনেক ভালো প্রোগ্রামিং এর জ্ঞান থাকতে হবে কিন্তু এ ধারনাটি সম্পূর্ন ভুল জুমলার ক্ষেত্রে জুমলা ব্যবহার করার জন্য কোন ধরনের প্রোগ্রামিং ভাষা জনার প্রয়োজন নেই। যেকেউ জুমলার মাধ্যমে ওয়েবসাইটে ছবি ,তথ্য ইত্যাদি পরিবর্তন বা সম্পাদনা করতে পারে। ফলে সাইট ম্যানেজমেন্টের ঝামেলা অনেকখানি কম জুমলার মাধ্যমে তৈরী করা সাইটের ক্ষেত্রে। জুমলায় ওয়েবসাইট তৈরীর অনেক ধরনের এঙ্টেনশন আছে এসব এঙ্টেনশন ব্যবহার করে প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরী করা যায়। এছাড়া জুমলাতে তৈরী ওয়েবসাইটে বিভিন্ন মডিউল যোগ করা যায়। প্রায় সব অপারেটিং সিস্টেমেই জুমলা চালানো যায়। বিভিন্ন অপারেটিং সিস্টেমের কমপিউটার সমুহে জুমলা চালানোর জন্য একটি সহকারী সফটওয়্যার ইন্সটল করতে হয় যার নাম এঙ্এএমপিপি। এটিও মুক্তসোর্স ফলে বিনামুল্যে সংগ্রহ করা যায়। জুমলার ওয়েবসাইট থেকে এটি বিনামুল্যে ডাওনলোড করে ব্যবহার করা যাবে।