অন্যান্য বাংলা ব্লগের তুলনায় অনেক দিক থেকেই সামু এগিয়ে থাকলেও একটা জায়গায় আমাদের প্রিয় এই ব্লগটি পুরাই ইউনিক। আর তা হল সামহোয়ারইন ব্লগের ইমটিকনগুলো। অনেক ব্লগারই তাদের পোস্টে এই ইমোটিকন গুলোর প্রশংসা করেছেন বার বার। এমনকি সামু বিরোধী অন্যান্য ব্লগ সাইটগুলোর রেসিডেন্ট ব্লগাররাও অনেক লেখায় সামুর ইমোগুলোর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন।
কেমন হত যদি সামহোয়ারইন ব্লগের ইমোটিকন গুলো ফেসবুক চ্যাটে ব্যবহার করতে পারতেন? হ্যা এখন থেকে পারবেন। টেকটিউনসের মডারেটর সাইফুল ইসলামের প্রচেষ্টায় সেটি সেটি সম্ভব হয়েছে।
ফেসবুকে চ্যাট করার সময় কোডগুলি কপি-পেষ্ট করুন অথবা লিখে দিন এবং চমকে দিন বন্ধুকে। তবে একসাথে একাধিক ইমো ব্যবহার করতে প্রতিটি কোডের পর একটি স্পেস দিতে হবে।
ইমোটিকন - নাম - কোড
- হাসি - [[samuhasi]]
- ক্লোজ-আপ হাসি - [[closeuphasi]]
- চাম হাসি - [[chamhasi]]
- ধরা খাইছে - [[dhorakhaise]]
- কটমট - [[kotmot]]
- যাহ - [[samujah]]
- আআম্মাআআ - [[aammaaa]]
- মন খারাপ - [[monkharaap]]
- বাঁচাও - [[bachaoo]]
- খায়ালামু - [[khayalamu]]
- কি মজা - [[kimojaa]]
- অবাক - [[samuobak]]
- উদাস - [[samudash]]
[বিঃদ্রঃ :!> :#> :> :-< :-& এগুলোরও কাজ চলছে।]
কৃতজ্ঞতাঃ সাইফুল ইসলাম