আসসালামুআলাইকুম… সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই।
Windows Prefetcher
******************
[HKEY_LOCAL_MACHINE SYSTEM CurrentControlSet Control Session Manager Memory Management PrefetchParameters]
এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।
Master File Table Zone Reservation
**********************************
[HKEY_LOCAL_MACHINE SYSTEM CurrentControlSet Control FileSystem]
এখানে NtfsMftZoneReservation নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ১ এর বদলে ২ করে দিন।
Optimize Boot Files
*******************
[HKEY_LOCAL_MACHINE SOFTWARE Microsoft Dfrg BootOptimizeFunction]
এখানে Enable নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু হিসেবে Y বসালে boot defragmenter শুরু হবে। এটি বুট ফাইল ডিফ্রাগ করে এবং বূট টাইম আরো জলদি হয়।
সব কাজের শেষে পিসি রিস্টার্ট দিন এবং আপনারাই তফাৎটুকু বুঝুন। আর পোষ্টটি ভালো লাগুক নাই লাগুক আপনাদের মূল্যবান মতামতটুকু দিয়েন।
এই পোষ্ট আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।