আমরা যারা উইন্ডোজ বা উবুন্টু ব্যাবহার করি তারা অনেকেই হয়তোবা yahoo, msn, google talk ইত্যাদি ম্যাসেঞ্জার ব্যাবহার করে থাকেন। এখন প্রত্যেকের একটা না দুই তিনটা করে মেইল আইডি আছে। এখন যদি কেউ yahoo, msn, google talk ইত্যাদির আইডি থাকে তাইলে কি সবগুলো পিসিতে ইন্সটল দিব নাকি??





Click This Link
DIGSBY= IM+EMAIL+SOCIAL NETWORKS
Digsby দিয়ে যে আপনি শুধু প্রত্যেক ম্যাসেঞ্জারে চ্যাট করতে পারবেন তা না এটা দিয়ে কল করা যায় তাছাড়া এতা ফেইসবুক চ্যাট রয়েছে।

শুধু তাই নয় এটি দিয়ে আপনি মেইল চ্যাক করতে পারবেন। আরো বড় সুবিধা হল আপনি ফেইসবুক, টুইটারে লাইভ আপডেট দেখতে পারবেন আর নিজের লিখাও আপডেট করতে পারবেন। তাই আর দেরি করে লাভ কি?? জলদি জলদি Digsby ডাউলোড করুন আর ব্যাবহার করে বুঝে নিন এর উপকারিতা।

প্রথমেই ডাউনলোড পরে আপনাকে Digsby তে ঢুক্তে ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে তখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। পরে লগ ইন করে আপনার সব আইডি যোগ করে দিন, ব্যাস কাজ শেষ, এখন আপনি ব্যাবহার করুন।

বিঃদ্রঃ লিনাক্সে ব্যাবহারের জন্য এর কাজ চলছে।
আশা করি এটা সবারই ভালো লাগবে। লাগলে জানাবেন!!!