লাঙল ফেলে যুদ্ধে গিয়ে যে কৃষক শহীদ হয়েছে,
আজ তার কবরের মাটি সমান করে
সবুজ ঘাসে ঢেকে দেয়া হচ্ছে;
গল্ফকোর্স হবে সেখানে!!
তার বুকের রক্তে ভেজা মাটিতে 'টি' গেথে
ওরা নারকীয় উল্লাসে ক্লাবের আঘাত হানে।
খবলা দিয়ে মাটি ছিটকে ওঠে আঘাতে আঘাতে,
পাকসেনাদের বেয়নেটের খোচায় রক্তাক্ত বুক যেন!
আর শহীদের নিরন্ন পরিবারের শেষ মাথাগোজার ঠাই টুকু
কেড়ে নেয় শাসকের বুলডোজার।
দামি গাড়ির জন্য দামি রাস্তা হবে!!
চাই না এই ভাষা,
কথা বলার অধিকারের জন্য আমার ভাই রক্ত দিল,
আজ আমি কথা বললে রাষ্ট্রদ্রোহী!!
সব কিছু কেড়ে নাও!
আমি আবার পরাধীন হতে চাই।
এর চাইতে দাসের জীবন ভাল।।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৯