আমি গরীব মানুষ। তাই আগে আইফুন এর দিকে হা কৈরা তাকায়া থাকতাম আর ভাবতাম কবে যে পয়সা ওয়ালা হমু । আমার মত যারা আছেন তাদের জন্য দুঃসংবাদ । কারণ আমি আজ নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে দামি দশটা ফুনের নাম, হালকা কিছু স্পেসিফিকেশান।
আর আমার মত যারা না, তারা এখান থেকে চয়েজ করতে পারবেন কোনটা কিনবেন ।
নাম্বার দশঃ
নকিয়া ল্যাম্বরগিনি ৮৮০০ সিরোকো
দামি ফোনের তালিকায় দশম স্থানে থাকা মোবাইল্টির দাম অপ্রকাশিত। এটি মাত্র পাচটি মহাদেশে ব্যবহার করা যাবে। এই মোবাইল স্ক্রাচ রেসিস্টেন্স স্যাপায়ার কোটেড গ্লাস দ্বারা সুরক্ষিত। বিজ্ঞজনেরা মনে করেন এই ফোনের নামের সাথে ল্যাম্বরগিনি নামটা থাকায় ফোনটির এত দাম :O । আমার কাছে ল্যাম্বরগিনি অবশ্য অনেক ভালো লাগে ।
নাম্বার নয়ঃ
নকিয়া ৮৮০০ গোল্ড ইডিশান
এইটা দেখলে আমার দুবাই, সৌদি আরব এর কথা মনে পড়ে । এইটা আসলে ৮৮০০ ই। শুধু বাইরে স্বর্ণের প্রলেপ। নকিয়া মিউজিক ফোনের সব ফিচার আছে এতে। এত দামি একটা ফোনে সিম্বিয়ান টা দিত অন্তত। দাম বেশি না। ২৭০০ ডলার। ভালো লাগ্লে কিনতে পারেন।
নাম্বার আটঃ
মটোরোলা ভি২২০ স্পেশাল ইডিশান
ডিজাইনারঃ পীটার এলুইসন
এই লাক্সারিইয়াস ফোনের সামনের অংশে বেশি না মাত্র ১২০০ ডায়মন্ড এবং ১৮ ক্যারেট গোল্ড আছে। কি কন কিনবেন নি? দামটা আগে শুনেন । দামঃ ৫১,৮০০ ডলার।
নাম্বার সাতঃ
ভারচু(Virtu) ডায়মন্ড
এই ফোনের বডি সবচেয়ে ভালো প্লাটিনাম এবং পিন গুলা রুবি পাথর দিয়ে তৈরি। এর পুরো শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড বিদ্যমান এবং এর কি প্যাড গুলা ডায়মন্ড এর তৈরি যা টোটাল ৮ ক্যারেট। দাম ৮৮,০০০ ডলার । সারাবিশ্বে মাত্র ২০০ পিস বিক্রি হইছে।
নাম্বার ছয়ঃ
আইফোন প্রিন্সেস প্লাস
এই ফোনের নাম দেখে আমার মাথা গরম হয়ে গেছে। প্রিন্সেস প্লাস, কত শখ ।
পীটার এলুইসন এর করা আরেকটি দামি ফোন এটি। মাত্র ১৩৮ পিস ডায়মন্ড আছে এর বডিতে। টোটাল ১৭.৭৫ ক্যারেট ডায়মন্ড এবং ১৮ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি এই আইফোন প্রিন্সেস প্লাস। দামঃ ১৭৬,৪০০ ডলার
নাম্বার পাঁচঃ
ভি আই পি এন ব্ল্যাক ডায়মন্ড স্মার্টফোন
এই ফোনের বডি টাইটান এবং পলিকার্বনেট দিয়ে তৈরি এবং ডায়মন্ড দিয়ে অলংকৃত । ডিজাইনারঃ জ্যারেন গ । দাম মাত্র ৩০০,০০০(শুন্য পাঁচটা , খিয়াল কৈরা ) ডলার
নাম্বার চারঃ
ভারচু সিগ্নেচার কোবরা
এটি লিমিটেড ইডিশান এবং মাত্র আট পিস তৈরি হইছে । এটির ডিজাইন মুলত করেছে বুচেরন, ফ্রান্স এর একটি জুয়েলারি। এতে আছে ১ ক্যারেট রাউন্ড ডায়মন্ড, ২ ক্যারেট পিয়ার কাট ডায়মন্ড , ২ টি এমারেল্ড আইস এবং ৪৩৯ টি রুবি। এতে আছে টোটাল ২১ ক্যারেট ডায়মন্ড এবং রুবি। দাম ৩১০,০০০ ডলার ।
নাম্বার তিনঃ
ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
প্রডিউসার জেএসসি এঙ্করট এবং ডিজাইনার সেই পুরানা পাপী পীটার এলুইসন। কেসিং প্লাটিনাম দিয়ে প্রস্তুত এবং এর উপরে আছে ৫০ টি ডায়মন্ড এবং যার মধ্যে ৮টি দুস্প্রাপ্য নীল হীরা। এই মোবাইলের নেভিগেশন কি এবং এঙ্করট লোগো টি ১৮ ক্যারেট রোজ গোল্ড দিয়ে তৈরি (জিনিস্টা কি ?) । দামঃ ১৩লক্ষ ডলার
নাম্বার টুঃ
গোল্ডভিশ লে মিলিয়ন
ডিজাইনারঃ এমানুয়েল গুয়েত । ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি এই মোবাইলে আছে ভিভিএস১ ডায়মন্ড। দুক্ষের বিষয় মোবাইল্টি অর্ডার দিয়ে আনতে হয়। দাম ১৩ লক্ষ ডলার। ২০০৮ এ গিনেস এ নাম লেখাইছিল এই ফোন।
নাম্বার ওয়ানঃ
গোল্ডস্টীকার আইফোন ৩জিএস সুপ্রিম (বাংলাদেশের সুপ্রীম কোর্ট ?)
২০০৯ থেকে এখন পর্যন্ত এক নম্বরে আছে গোল্ডস্টীকার। ডিজাইনারঃ স্টুয়ারট হিউস । এটিতে আছে ২৭১ গ্রাম ২২ ক্যারেট খাটি স্বর্ণ এবং ২০০ এর অধিক ডায়মন্ড এর টুকরা। দামঃ ৩২ লক্ষ ডলার।
এই পোষ্ট এখানেই শেষ। বাকি টা মডুদের জন্য
মডু মামা/ভাই লন, আপ্নের নামে একটা ফোন দিলাম।সেফ করার জন্য। গিফট
উপরে উল্লেখিত সব তথ্য নেট থেকে সংগৃহীত। আর নেট থেকে সংগ্রহ না করলে আমি কি বানায়া লেখুম?
**** আমি আজ সেফ হলাম। সেফ পরবর্তী প্রথম পোস্ট। ৯ মাস ২ সপ্তাহ পর সেফ হলাম। তাই মিস্টি খাওয়াইলাম না
**** পুরাতন পোস্ট, তখন ওয়াচে ছিলাম।
**********************************
এই পোস্ট টা বেঈমান আমি ভাই কে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬