এনাজি সেভিং ল্যাম্প এর সুবিধা সমুহ:
* সাধারন বাল্ব এর চেয়ে ৭৫% বিদুত খরচ কম হয়,
* আলো পাওয়া যায় সাধারন বাল্বের ৪গুণ
* উত্তাপ কম হয়
* অধিকাংশ বাল্বই দীর্ঘস্থায়ী হয়।
* পরিবেশ বান্ধব
* প্রায় সবগুলো কোম্পানীই ১ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে।
এক গবেষনায় দেখায় গেছে বাংলাদেশের ৮০% বিদু্ৎত ব্যবহারী যদি এনাজিং সেভিংস ল্যাম্প ব্যবহার করে তাহলে প্রতি বছর আমাদের ৭৫০ মেগাওয়াট বিদু্ৎ সাশ্রয় হবে। যা অন্য কোন প্রোডাক্টিভ খাতে খরচ করা যাবে।