সিলভার মেম্বার হতে হলে ৩ মাসে ১০ ডলার দিতে হবে।
গোল্ড মেম্বার হতে হলে ৬ মাস ১৫ ডলার
প্লাটিনাম মেম্বার হলে ১২ মাস ২৫ ডলার
ভাবলাম কোন মানুষ কি আসলেই এরকম বিয়ের সাইটে পকেটের টাকা খরচ করে রেজিস্ট্রেশন করে?
ওখানে দেখি "সাকসেস স্টোরি " ও আছে। মানে থেকে পরিচয় এরপর প্রণয়ে সফল হওয়ার কাহিনীও আছে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল।
বড় করে দেখতে
তারা বলছে ২৩ মে ২০১০ সালে তারা বিয়ে করেছে এবং chittagongwedding.com কে সেজন্য ধন্যবাদ দিচ্ছে।
আমি ভাবলাম chittagongwedding.com ডোমেনইটা রেজিস্ট্রেশন করেছে কত সালে একটু দেখি।
বড় করে দেখতে
Creation Date - 27 December 2010
সাইটের রেজিস্ট্রেশন হয়েছে ২৭ ডিসেম্বর ২০১০ তাহলে ২৩ মে ২০১০ ঐ কাপলটা chittagongwedding এর মাধ্যমে বিয়ে করে কিভাবে ?