ক্লাব এস্টেরিয়ার একটি পোস্টে দেখলাম (আরো অনেক জায়গাতেই দেখলাম)
এই প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস হল Remittance Transfer।সারা বিশ্বে বছরে 400 Billion $ এর বেশি Remittance প্রবাহিত হয়। ক্লাব এস্টেরিয়া হল একমাত্র প্রতিষ্ঠান যারা এই পুরো খাতটাকে ধরতে চায়। তারা এমন এক কাঠামো দাড় করিয়েছে যাতে Remittance এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে খুব কম খরচ হয়।
কোথাও ইনভেস্টের পূর্ব শর্ত হচ্ছে যে কোম্পানীতে ইনভেস্ট করা হবে সে কোম্পানীর কার্যক্রম কি কি খতিয়ে দেখা । কাস্টমার স্যাটিসফেকশন কিরকম খুজে বের করা।
রেমিটেন্স ট্রান্সফার যদি আয়ের মূল উৎস হয় তবে তাদের সারা বিশ্বের বড় বড় শহরে অফিস থাকার কথা (ক্লাব এস্টেরিয়ায় জয়েন করার অফিস নয়, রেমিটেন্স সেন্ড রিসিভ করার অফিস)। আপনি আমাকে এরকম একটা অফিসের লোকেশন দিন।
আর আপনি বলেছেন সারা বিশ্বে বছরে 400 Billion $ এর বেশি Remittance প্রবাহিত হয়। ক্লাব এস্টেরিয়া হল একমাত্র প্রতিষ্ঠান যারা এই পুরো খাতটাকে ধরতে চায়।
আমার কথা হল সারা বিশ্বে যারা রেমিটেন্স পাঠায় এদের কয়জন ক্লাব এস্টেরিয়া কে চিনে? দয়া করে ক্লাব এস্টেরিয়ার সদস্য সংখ্যা লাখের উপরে এটা বলবেন না। কারণ সদস্যরা রেমিটেন্স পাঠায় না। রেমিটেন্স পাঠাবে শ্রমিকরা। এরকম অন্য দেশে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ক্লাব এস্টেরিয়াকে কয়জন ওয়ার্কার চিনে?
ধরুন আমি এখন রেমিটেন্স পাঠাব ক্লাব এস্টেরিয়ার মাধ্যমে। আমাকে কোথায় যেতে হবে?
দয়া করে ক্লাব এস্টেরিয়ার এবাউট আস পেজের লিংক ধরিয়ে দিবেন না।