ফেসবুকে লক্ষাধিক মেম্বারসহ দুইটা বিশাল ফেসবুক গ্রুপ থাকলে এবং সেই গ্রুপগুলির সিংহভাগ তরুণ প্রজন্মের "এক্টিভ মেম্বার" হলে ভালো অনেক কিছুই করা সম্ভব। আপনি কোথাও হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন? একটা পোস্ট করে দিলে সাথে সাথে আশেপাশের কোথাও না কোথাও কেউ না কেউ সেই লেখাটি দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবে। তারুণ্যে ভরপুর এই গ্রুপগুলি থেকে জন্ম নিতে পারতো জঙ্গীবিরোধী আন্দোলনের। তারুণ্যের জয়োগান গাইতো সবাই।
কিন্তু না... লেখায় "জঙ্গী" শব্দটা দেখা মাত্রই গ্রুপের কলেজপড়ুয়া এডমিনদের ব্লাডারে চাপ পড়বে। দেশের সিরিয়াস যেকোনো ইস্যুতে লিখলেও একই ফলাফল! কয়েক সেকেন্ড যেতে না যেতেই পোস্ট উধাও হয়ে যাবে! এ সকল গ্রুপে পর্ণোগ্রাফি ছড়িয়ে বেড়ালেই আপনি স্টার! হ্যাঁ, এতো সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রুপ দুটি ব্যবহৃত হয়ে আসছে পর্ণ ছড়ানোর মাধ্যম হিসাবে। বরং উল্টো অনেক ক্ষেত্রে এমনটা বলা আছে যে পর্ণোগ্রাফির পোষ্ট করে লিংক না দিলে কিছুতেই চলবে না! নিজেদের কাব্যিক প্রতিভা তারা বিকশিত করছে পর্ণের লিংক চাওয়ার জন্যে নানান রকমের ছন্দ লিখে।
এতোকিছুর পরেও মূল সমস্যা শুরু হয়েছে গত কয়েক মাস ধরে। এখন পর্ণের বিদেশের কালেকশন ছাড়িয়ে সেটা দেশে চলে এসেছে! একের পর এক মেয়ের জীবন নষ্ট হচ্ছে এই গ্রুপগুলির মাধ্যমে। কোনো প্রতিবাদ করতে গেলেই গালির তুবরি ছোটাবে গরম রক্তের এই সো কলড "তারুণ্য"। ফেসবুকে রীতিমতন একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে তারা। শুধুমাত্র পর্ণোগ্রাফি না, ফেসবুকের নারী সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী কেউই বাদ যায় না তাদের হয়রানির তালিকা থেকে। কারও উপরে ক্ষুব্ধ? শুধু তার প্রোফাইল খুঁজে একটা ছবি বের করে পোষ্ট করে দিলেই নোংরা মন্তব্য আসতে থাকবে।
দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের। কিছু একটা অন্তত করুন। নোংরা কাজ যারা করে তাদের চেয়ে বেশি ভয়াবহ যারা এই কাজে উৎসাহ দেয় তারা। এইসব গ্রুপে থাকা ছেলেমেয়েগুলি বেশিরভাগই এখনো স্কুলে বা কলেজে পড়ছে। এখনই যদি লাগাম না টানেন তাহলে দেশের ভবিষ্যতে লাগাম টানার মতোন কেউই আর থাকবে না। সব চলে যাবে নষ্টদের দখলে।
গ্রুপ নম্বর ১: Desperately Seeking - Uncensored (DSU)
গ্রুপ নম্বর ২: Mairala Group
সামহোয়্যার ইন ব্লগে লেখাটা শেয়ার করলাম কারণ একটা সময়ে ব্লগবাসীর হাতে বাংলার সাইবার জগতের নিয়ন্ত্রণটা ছিলো। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই এক হয়ে প্রতিবাদ করতাম এবং ভালো ফলাফল আসতো। এখন যেভাবে চলছে সেভাবে আসলে চলতে দেওয়া যায় না। তাই সাহায্য চাইছি ব্লগারদের। প্লিজ, গ্রুপগুলিকে রিপোর্ট করুন বা সংশ্লিষ্ট কারো পরিচিত কেউ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে থাকলে পুরো ব্যাপারটা তার নজরে আনুন। প্লিজ...
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৬