আপু, আমরা প্রত্যেকেই (প্রায়) এই নির্দিষ্ট বয়সে আসিবার পরে প্রেমের মহাসমুদ্রে পড়িয়াছি। কিন্তু এই মহাসমু্দ্রে আমরা কোন প্রকার কাঠিও পাচ্ছিনা অবলম্বন করিবার জন্য। অর্থাৎ আমরা আমাদের প্রেমিকাদিগদেরকে কোনভাবেই সন্তুষ্ট করিতে পারিতেছি না। তাহারা নানানভাবে আমাদিগকে ভুল বুঝিতেছে এবং অতঃপর কথা না বলিবার অর্থাৎ ছাড়িয়া দেবার হুমকি প্রদান করিতেছেন। কবি বলিয়াছিলেন, "নারীমন বুঝিবার ক্ষমতা কোন পুরুষের নাই।" আমরা কথাটিকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন এই বোঝার ব্যাপারে আপনাদিগের সাহায্য অত্যন্ত প্রয়োজন।
সুতরাং আপনাদের নিকট বিনীত আবেদন এই যে, নারীমন বুঝিতে আমাদিগকে সাহায্য করুন এবং নারীরা কিরকম ছেলেকে পছন্দ করে থাকে তাহা এই পোস্টে জানান।
নিবেদক---
আপনাদিগের ব্লগীয় কনিষ্ট ভ্রাতাদের পক্ষ হইতে
তাজুল ইসলাম মুন্না
সামুব্লগ...
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২