১. প্রথমে যে স্ক্রিনটাকে ক্যাপচার করতে চান সেটার উপরে যান।
২. কি-বোর্ডের "Print Screen" বাটন চাপুন।
৩. পেইন্ট নামক ছবি আকার সফটওয়্যার ওপেন করুন।
৪. "Ctrl+V" চাপুন। ক্যাপচার করা স্ক্রিনটি চলে আসবে।
৫. "File>Save" এ গিয়ে সেভ করুন।
আমি এভাবে করে অনেক স্ক্রিন ক্যাপচার করেছি। গেমের স্ক্রিনও এভাবে ক্যাপচার করা যায়। আপনাদের সুবিধার্তে এখানে স্ক্রিন ক্যাপচারের কিছু ছবি দিলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫