কে হতে পারে সেরা
১।মেসি(সবাই বলছে,তবে...)
২।কাকা/ফ্যাবিয়ানো/রবিনহো(ব্রাজিলের সে কেউ ঝলসে উঠতে পারে)
৩। রুনি(আমার নামে নাম বলে নয়

৪।ক্রিশ্চিয়ান রোনালদো।
বিশ্বকাপের সেরা প্লেয়ার বিশ্বকাপ জেতে না এমন ও হয়েছে,জিদান ২০০৬ এ সেরা খেলোয়ার,টাইব্রেকে ফ্রান্সের জেতা উচিত ছিলো আমার মতে,জিজু অবসরে যেতো কাপ নিয়ে,এমনটাই হলে ভালো হতো।
স্পেনের ৩/৪ জন এ লিস্টে চলে আসতে পারে।ফুটবল ১১ জনের খেলা,এদিকে স্পেন সেই ৩/৪ জন ইউরোপ সেরা খেলোয়ার নিয়ে এগিয়ে আছে।
তরেস,ভিয়া,ফ্যাব্রিগাস,ইনিয়েস্তা সেরাদের টপলিস্টেই থাকে।লিগে এদের খেলা যারা দেখেন তারা জানেন,স্প্যানিশ বিশেষকরে বার্সায় এরা কি ভাবে খেলে!!
তবে লজিকে স্পেন সবচেয়ে এগিয়ে...ব্রাজিল বড় ম্যাচ-বিশ্বকাপের চাপ টা নিতে পারে।স্পেন এটা নিতে পারেনা।এবার যদি পারে,তবে যে কোন দলের ও কষ্ট হবে।
১মেসি ভালো,তবে ফুটবল ১১ জনের।এখানে শুধু আক্রমনের ভালো খেলোয়ার হলেই দল জেতে না।আর্জেনটিনার আক্রমন ভাগ ভালো,রক্ষন ভালো না।এটা ফ্যানদের মনে রাখতে হবে।
ব্রাজিলে তারকা বলতে কাকা।আর তেমন কারো খেলা অনেকেই দেখেনি।আমি ও না।তবে অনেক দিন প্রায় ৩ বছর ধরে একটা দল গড়েছেন দুন্গা।এটাই অনেক এগিয়ে রাখতে পারে ব্রাজিল কে।দল হিসেবে খেলতে হবে আপনাকে বিশ্বকাপ জিততে হলে।১ জন অলৌকিক কিছু করে জেতাবে,এমন আশা এখন কার ফুটবলে আপনি করতে পারেন না।
ইতালি,জার্মানি হারার আগে হারে না।এটাই অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে তাদের।ইতালি অভিগ্গদের নিয়ে এসেছে শিরোপা ধরে রাখতে।জার্মানি হারালো তাদের ক্যাপ্টেন বালাক কে।এটা বড় ১টা আঘাত জার্মানির জন্য।
ইংল্যান্ড চাপে ভেন্গে যায়,স্নায়ুক্ষয়ী ম্যাচে ইংল্যান্ড উতরাতে পারেনি,টাইব্রেকারে এ বার ও হোচট খেতে পারে ইংল্যান্ড দলটি।টেরি ক্যাপ্টেনসি হারিয়েছে।ঠিক বিশ্বকাপের আগে নিয়নত্রন হারানো ও ১টা ব্যাপার হলে ইংল্যান্ড কে কে চালাবে তাই নিয়ে প্রশ্ন জাগবে ফ্যানদের মনেও।
স্বাগতিক দল চমক দেখায় এমন অনেক হয়েছে বিশ্বকাপের আগে,আমরা দেখেছি।সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে যেতে পারে স্বাগতিক দলঃ দঃআফ্রিকা বা যে কোন আফ্রিকার দল।তবে চমক চমকই।অনেক চাপ থাকে
বিশ্বকাপের প্রতিটি খেলায়, তাই যোগ্য দলই জিতবে ,আশা করছি আমি।
আপনাদের কার কি মনে হয়?খেলা তো শুরু হলো বলে....
সবাই ভালো থাকুন।