জরুরী জানা দরকার!!CallCenterAgent-CRM, একটা পিএসটিএন দেশীয় টেলিকম,বেতন কত হতে পাড়ে?জরুরী জানা দরকার!!
আপনাদের মাঝে অনেকেই টেলিকমে আছেন,যারা আছেন/যাদের পরিচিত কেউ টেলিকমে জব করেন,টেলিকমের কলসেন্টারে কাজ করছেন প্লিজ পরামর্শ দেন। যোগ্যতা গ্রাজুয়েট।
দেশীয় টেলিকমের কলসেন্টার এ পারমানেন্ট হওরার পরে কত বেতন/ফিউচার কেমন?
কেউ আজেবাজে কমেন্ট করবেন না প্লিজ। এটা সাময়িক পোস্ট।ইনফরমেশন পাওয়া হয় গেলে সরিয়ে ফেলা হবে,প্রয়োজনে রিপোস্ট হবে।
আমি পাশ করছি জাহাংগিরনগর,সিএসই থেকে।
৪ বছরের অনার্স শেষ করতে ৭ বছর লাগছে।২০০৩ জুলাই থেকে ২০০৯ মে তে রেজাল্ট হয়।পড়ালেখা করতে হয়েছে টিউশনি করে।খুব ১টা কোডিং বা অন্য কাজ শেখার সুযোগ হয়নি,করা ও হয়নি।
জব খুজতে গেলে ২৫০০-৩০০০ টাকার অফার দেয় স্পেকট্রাম,জাভা।সি শার্প এ কাজ করতএ হবে।আর যাই নি।
১০,০০০ টাকায় ভলভো ব্যাটারি কোম্পানি তে ওরাকল প্রোগ্রামারের জব দিয়ে শুরু করি।৬ মাস করি।এরা সেলারি বারাবে বছরে ১০০০ টাকা!!
মিরপুর থেকে মতিঝিল ও কামরাংগিরচর ঘিয়ে অফিস করতাম,আমার সিনিয়র ছিলো পাগল।২০০৯ রোজার ঈদের আগে জব টা ছাড়ি,মনে হইছিলো গায়ে হাত তুলবে সিনিয়র ভাই!!
গেলো প্রোগ্রামার হিসেবে বড় হবার স্বপ্ন।জব পাওয়া অনেক কঠিন,আল্লাহ আল্লাহ করে ১টা পেলাম।ডাটাএডজ্ ,মতিঝিল এ।বেতন ৮,০০০ টাকা,এসিস্ট্যান্ট প্রোগ্রামার,জব এ জয়েন করলাম কোডিং এ কাজ শিখবো বলে।ভাবলাম প্রথমে সেলারি নিয়ে ভাবলে হবেনা।আমাকে সাপোর্ট এ দিলো।ব্যাচ প্রজেক্টে পুরো ঢাকার ব্যাংক চষে ফেললাম।ডিপ্লোমা ও এই কাজ করে না।আমার সাথে বুয়েট পাশ জুনিয়র ৪/৫জন ছেলে ছিলো।সবাই ভালো ভালো সুযোগ পেয়ে চলে গেলো।আমি ডিসেম্বর ২০০৯ এ ডাটাএডজ্ ছেরে দিলাম।!!
৪মাস বেকার ছিলাম,টাকা দেয় নাই কেউই।জব ও পাই না।কারনঃআগেই বলছি,টেনেটুনে পড়ালেখা করতে হইছে।শুরু থেকে এ পর্যন্ত ৭০০ এর উপরে রিটেন/ভাইবা দিছি।একই অফিসে ধাপে ধাপে ৩য় ভাইবা পর্যন্ত দিছি,৫০ বার এর উপরে।তাও জব হয়নাই।
মে,২০১০ এ ১টা জব পাই তাও সপ্তাহে ৩দিন রাত ১১টা থেকে ভোর ৭ টা পর্যন্ত অফিস করি।বাকি ৩ দিন দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অফিস করি।বেতন ১০,০০০ টাকা।
একেতো ইয়ার লস+সেশন জ্যাম লস=৩বছর,আমার জব সিকিউরড এমন জবের জন্য তাড়না বেশি ছিলো।
ব্যাংক এর জব এর প্রতি আগ্রহ ছিলো।কিছু পড়ালেখা করছি।২০০৯ এ কোন ব্যাংকে রিটেনে টিকি নাই।২০১০ এ সোনালি,সিনিয়র অফিসার ,আইটি তে রিটেন,ল্যাব টিকছি ভাইভা ও দিছি।রেজাল্টের অপেক্ষায় আছি।আমি কি কষ্ট করছি আমি জানি। এটার স্কেল ১১,৫০০ টাকা।সাকুল্যে বেতন কত আসে আমি জানিনা।২০,০০০ এর মতো হবে।
ইসলামি ব্যাংকে এসিস্ট্যান্ট অফিসার-৩ তে টিকছি।আজকে ভাইভা দিয়ে আসলাম।এটা হলে প্রথম ৬ মাস ১৩,০০০ টাকা দিবে।এর পর ১৫,০০০ টাকা।
ফ্লোরা টেলিকমে জব ১টা পাইছি ,২০,০০০ টাকা সেলারি।জয়েন ডেট ডিসেম্বর,২০১০।
আমার চেয়ে বেশি রিটেন/ভাইভা/এক্সাম আমার ক্লাশের কেউ দেয় নাই।আমি কোডিং এ যেতে পারিনাই,তবে আমার যা আছে, সেইটা নিয়ে ফাইট দিছি,হতাশা ছিলো,টাকার অভাব খুব ভোগ করছি।তার পরেও মিথ্যে বলিনা,কারোই খারাপ চাইনা।
তবে সিনিয়র কারো হেল্প/রেফারেন্স পাইনি।পেলে এত কস্ট হয়তো করা লাগতো না।আমার জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৮