ব্রাজিল যে শিল্প টা বানায় ফুটবল মাঠে,সে টা ফুটবল কেই নিয়ে গেছে অনেক অনেক উঁচু মানের শিল্পে,বিনোদনে।
১ জন ম্যারাডোনা বা অন্য যে কোন ফুটবলার একা এমন যাদুকরি ,মোহনিয় শিল্পিত খেলা দর্শক দের দেখাতে পারে না।
১ ম্যান আর্মি/শো এর দিন ফুটবলে অনেক আগেই শেষ হ্য়ে গিয়েছে।
আবেগ নিয়ে বাংগালি রা ১ জন ম্যারাডোনার জন্য আর্জেনটিনা করে,ভালো খেললে ও ব্রজিল কে সাপোর্ট করে না।
১১ জন খেলোয়ার মাঠে আপনাকে চোখ রাখতে রাখতে বাধ্য করে,মাঠে ফুটবল টা ১১ জনের পায়ে যেন কথা বলছে এমন খেলা পৃথিবী তে ১টা দল ই খেলতে পারে!!!!
তা ব্রজিল

আমি ফুটবলের রেজাল্ট নিয়ে এত ভাবিনা।আপনাদের ও ভাবতে নিষেধ করব।আপনারা ফুটবল টাকে উপভোগ করুন।ফুটবল টাকে শিল্প হিসেবে দেখুন।আপনার কল্পনা কে ছুয়ে যাবে বা তার ও বেশি কিছু যাদুকরি টাচ,চিপ,শট,পাস আপনাকে ১ টা দল ই দিতে পারবে।
আর সে দল টা ব্রাজিল।
এবার আসুন রেজাল্ট,আমি কি আর বলব???
এই ১টা দলের ই এমন সব অর্জন আছে যা কেবল অন্য যে কোন দেশ/দল স্বপ্নেই ভাবতে পারে।
কোন খেলোয়ার না ১টা দলের খেলা হিসেবে ফুটবল কে দেখুন,সাপোর্ট করুন।আমি ,আপনি,যে কেউ অনায়াসে বুঝবেন ব্রাজিল যে মানের খেলে তা অন্য দল গুলো অনেক পরে খেলে/ধরতে পারে, হয়তো তা খেলা শেষে হিসেবের বিষয়।
আমি ব্রাজিল এর খেলা দেখতে পারছি,আমি ফুটবলের শিল্পীদের কে দেখতে পারছি,এটাই আমার জন্য খুব ভালোলাগার।আমার এই শিল্পী গুলো আমাকে জয়/পরাজয় যেটাই দিক,খেলা শেষে আমার মন বলে কেনো ৯০ মিনিটের যাদু শেষ হলো?আর একটু যদি দেখতে পেতাম!!!
আহা ফুটবল!!
আজকের খেলা যারা দেখছেন রেজাল্ট জানেন তো??গতকাল
ফেসবুকে আনিসুল হক স্ট্যাটাস দেন,আমি ঐ খানেও নন্দিত শিল্পের ফুটবল নিয়ে ব্রাজিলের কথা বলেছি।অনেক আর্জেনটিনার সাপোর্টার ও লেখেন।১ জন আর্জেনটিনার সাপোর্টার আমার শিল্পীত ফুটবল নিয়ে বলাটাকে তাচ্ছিল্য করে অনেক কিছু বলে সেইখানে

তিনিবলেন " বৃক্ষ তোমার নাম কি,ফলে পরিচয়!!"
ফল=রেজাল্ট ভেবে ফুটবল খেলে অন্য সব দল!!
হয়তো আর্জেনটিনা

ব্রাজিল গোল হিসেব করে খেলে না। উদাহরন সবাই জানে সম্প্রতি জেতা ফাইনাল।

আসুন আমরা সবাই আর ও নান্দনিক ফুটবল দেখব,শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা ছেড়ে দেব।বাংগালীরা নিজেদের মাঝে বিবাদ করব না।শৈল্পিক ফুটবলের প্রত্যাশায়...
সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৭