আমার ১৩ বছরের এক মামাতো ভাই হার্ট এটাক করেছে আজ সকালে।ও কুমিল্লায় থাকে।
এত ছোট কোন ছেলের হার্ট এটাক হতে পারে কেউ কল্পনা ও করেনি।আমার মামি ওর কথায় প্রথমে গুরত্ব দেননি,একটুপরেই ও ধনুকের মতো শরীর বাকিয়ে ,চিত হয়ে শক্ত হয়ে যায়,হাত-পা সব ঠান্ডা হয়ে আসে।দ্রুত ওকে দেবিদ্বার উপজেলা হাসপাতালে নেওয়া হয়।ডাক্তার ওকে দেখে ঢাকায় রেফার করে।এদিকে আমার এক নানা[আমার আপন নানার ছোট ভাই]মারা যান বুধবার ২৬/৮/২০০৯,সব মামা-আত্বীয় রা নানার বাড়ি ৩ দিনের মিলাদে গেছেন।মামী যান নাই গ্রামে,তাই মামী একাই এম্বুলেন্স ভারা করে ভাই কে নিয়ে ঢাকায় রওলা দেন।আল্লাহর রহমতে দুপুর ৩টায় মিরপুর ২ এ হার্ট ফাউন্ডেশনে চলে আসেন।আমরা যারা ঢাকায় ছিলাম,সবাই চলে যাই সেখানে।ডাক্তার ওকে সিসিইউ তে ৭ দিনের জন্য ভর্তি হতে বলেন।ডাক্তার বলছেন "এই হাসপাতালে এর চেয়ে কম বয়সের কোন রোগী তারা পান নাই ,তাও সিভিয়ার হার্ট এটাক নিয়ে!!!" ৪৮ ঘন্টার মাঝে ওকে ১৪টা ইনজেকশন দিতে হবে,অবসারভেশনে রাখছেন,যদি ও সে অবস্থায় যায় তবেই ইনজেকশন দেয়া হবে।একমাত্র আল্লাহর রহমত ই ওকে বাঁচাতে পারে।
আপনারা সবাই আমার ভাই এর জন্য দোয়া করুন।এই বয়সে ও চলে যাবে এটা ভাবতেই খুব কস্ট হচ্ছে।সবাই প্লিজ দোয়া করবেন।
সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩০