ঐ শোন!! বা
এই যে শুনুন......
এত মানুষ ঢাকায় প্রতিদিন কাজে বের হয়,আমার মনে হয় সকাল ৮টা থেকে রাত ৯/১০টা পর্যন্ত ঘরের চেয়ে ঘরের বাইরে বেশি মানুষ থাকে।থাকতে বাধ্য হয় অনেকেই...
সকাল,বিকেল,বিশেষ করে সন্ধ্যায় এবং রাতে একা কখনোই আপনার অতি পরিচিত জায়গায় ও “এই যে শুনুন......” বা “অই খারা......” বা “অই!! ধাক্কা দিলি ক্যা??”[অথচ আপনি ধাক্কা দেননি] বা আর ও নতুন কোন ঘটনা ঘটলে ও
আপনি কৌতুহলে ও দাড়াবেন না। দাড়াইছেন তো আপনার মোবাইল,টাকা,চাবি বা অনেক গুরত্তপূর্ন জিনিস হারাবেন।
এই ছিনতাই কারিরা একা/দল বেধে আপনাকে ফাঁদে ফেলবে। ফাদ ও হবে একেক দিন একেক রকম।আপনি বুঝবেন ছিনতাই হবার পর।
আনেকেই সচেতন থাকার পর ও দাড়িয়ে যান।ছিনতাই কারি রা আপনার সামনে আসলেই নিজের জীবন নিয়ে আমরা কেউ কেউ ভয় পাই।অনেকে প্রতিবাদ করেন,অনেকে চুপচাপ সব দিয়ে দেন। ছিনতাই নিয়ে পরিবেশ/পরিস্থিতি/ব্যক্তি বিশেষে অনেক ঘটনাই ঘটেছে।সাথের সব কিছু নিয়ে নিলে ও ওরা কাউকে আঘাত করবে না/মারবে নাএমন তো নিয়ম নাই।
মতিঝিল,কমলাপুর,আরামবাগ,ফকিরাপুল এলাকায় খুব বেশি ছিনতাই হচ্ছে বেশ কদিন ধরে।ঢাকায় অন্য এলাকার কি অবস্থা?
শেয়ার করতে পারেন কমেন্টে...
সবাই ভালো থাকুন। ভুল বানানগুলো মার্জনা করবেন। যতটা না আমার ভুল,তার চেয়ে বেশি টাইপকষ্ট।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪