একগোছা নদী ও স্মৃতিকথা
একগোছা জ্যোৎস্নাকে যদি নারী বলা যেত
একগোছা জল যদি নারী কিংবা নদী হয়ে
বলত : সময়ের বুকে সকল প্রস্তুতি কী রকম
যেন ছড়াচ্ছে একাকীত্ব...
শোকে-দুঃখে বহু বিবরণ অইখানে মরে গেছে
মরেনি কেবল জ্যোৎস্না, নদী ও নারী...
একগোছা নদী, বাজাও জলের ভুড়ভুড়ি শব্দ
একসাথে বাজাও দূরত্ব... গেল বছরের স্মৃতি
বছর ঘুরে এলেই তুমি একগোছা স্মৃতি ধরে
বন্ধ চোখে কেবল রাত ছুঁয়ে যাও! আমিও
কী পুর্নবার স্পর্শ নেব মর্মাহত চোখের?
_____________
১লা জানুয়ারি ২০১১
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ ভোর ৫:১২