হেই ফ্রেন্ডজ তোমাদের কি ঈদের কেনাকাটা শেষ হয়েছে? জানো, আমি না চারদিন রোজা রেখে শপিং-এ গিয়েছি। উফ কি যে কষ্ট কি আর বলব।
আমি কিন্তু অলরেডি আমার ঈদ শপিং কমপ্লিট করে ফেলেছি। আমার ফেভারিট কালার হল ব্লু। সো, আমি এবার যে ড্রেসটা নিয়েছি সেটা অবভিয়াসলি ব্লু। এন্ড অবভিয়াসলি পাখি ড্রেস! তোমরা নিশ্চয়ই আমার ড্রেসটা দেখতে চাও। আমিও তোমাদের আমার ড্রেসটা দেখানোর জন্যই পোস্টটা লিখছি। বাট মামনি বলে- ড্রেস দেখিয়ে ফেললেই নাকি ড্রেস পুরোনো হয়ে যাবে। I don’t think so. Those are just back dated idea.
আমি অবশ্য একটা হোয়াইট ড্রেসও কিনেছি। কারণ ব্লু ড্রেসটা একটু বেশী গর্জিইয়াস। ওটা সারাদিন পরে আমি একদম থাকতে পারবোনা। আর মামনি বলে সকালের সফটনেস আনতে হলে হোয়াইট ইস দা পারফেক্ট কালার। সকাল বেলা ঘুম থেকে উঠে তাই আমি হোয়াইট ড্রেসটাই পরবো।এই হল আমার হোয়াইট ড্রেস।
সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়ার রিং আর নেইলপলিশ তো আছেই। সাথে লিপস্টিকও দেব। লিপস্টিকের ক্ষেত্রে আমার ফেভারেট হল পিচ কালার। ওটা সব ড্রেসের সাথেই সুট করে।ফ্রেন্ডজ, তোমরা কি জানো যে আমার লিপস্টিক আর নেইলপলিশের হিউজ কালেকশন আছে? আমার নেইলপলিশ দিতে অন্নেক অন্নেক ভালো লাগে তাই আমার বাবুনি প্রায়ই আমাকে নেইলপলিশ কিনে দেয়। ওর নাকি কসমেটিক্সের দোকানে গিয়ে নেইলপলিশ কিনতে লজ্জা লাগে। বাট ও আমাকে অন্নেক লাভ করে বলেই আমার জন্য নেইলপালিশ কিনে আনে। আমার বাবুনিটা এত্ত ভালো কেন?ফ্রেন্ডজ এবার আমি তোমাদের আমার নেলপালিশ আর লিপস্টিকের কালেকশানের একটা অংশ দেখাবো।
এগুলো তো গেল মেকাপের জন্য। বাট অর্নামেন্টস তো এখনও তোমাদের দেখাইনি। তবে আমার মনে হয় তোমরা আমার ব্লু ড্রেসটা দেখার জন্য খুব্বি পাগল হয়ে আছো। সো, আমি এখন দেখাবো সেই কিউট ব্লু ড্রেসটা।
ব্লু ড্রেসটা আমি কিনেছি আমার মামনির চয়েজে। অন্নেক সুন্দর। ঠিক না? এর সাথে ম্যাচিং করা আমার অর্নামেন্টসগুলোও তাহলে দেখে নাও।
আর সবশেষে আমি তোমাদের দেখাবো আমার জানমনির দেয়া অন্নেক অন্নেক সুইট একটা গিফট। যে গিফটটা আমি অন্নেক অন্নেক লাভ করি। কারণ সেটা আমাকে দিয়েছে আমার বাবুনিটা। সেটাও দেখে নাও গাইজ।
বাবুনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ সো মাচ। হিহিহিহি!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১