কবিতা তোমাকে অবগাহন করি
প্রিয়তমার জন্য,
মনের গহীনে ভালোবাসারা জন্মায়
তোমার চোখ,ঠোটঁ আর দেহের টানে
ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে সমস্ত শিরা উপশিরায়
যেন ক্যান্সার বিস্তার করেছে
এই দেহে,
কবিতা তোমাকে প্রিয়তমা বলি
হৃদয়ের টানে,
তোমার পেলব স্পর্শে ঘুম ভাঙে
কাকডাকা ভোরে,
ধীরে ধীরে উত্তাপ ছড়াও মনের গহীন থেকে
শরীরের শীর্ষ বিন্দুতে
যেন মায়াজাল সুখের বিস্তার
এই মনে,
কবিতা তোমাকে খুঁজে পাই,
প্রিয়তমার স্তনের অহংকারে
নারীর বেড়ে উঠার সংগ্রামে, অনেক দুর
নিতে পারে মানব সভ্যতার ইতিহাসে !
ভিন্ন এক রসায়নে, সমুদ্রের গহীনে ঝড় উঠে
অলৌকিক শিহরনে
জায়া জননীরা হারায় সমুদ্র সংগ্রামে,
হৃদয়ের দ্রুপদী টানে !!!
.......................................................................................................................................................................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৭