কেউ কোন একটি পোস্ট দিলে, যদি তা কোন ব্লগারের মতবাদের বিরোধী মতবাদ হয় তাহলেই সকলের মনের মধ্যে একই আতঙ্ক কাজ করছে যে এটাই স্বাতু বা স্বাতুর পোস্ট। সব ব্লগারে মনে এই আতঙ্ক কাজ করার হেতু কি?
আমি স্বাধীনতা তুমি ওরফ স্বাতু কখনই অন্য কোন নিক বা একাধিক নিয়ে কোন ব্লগে ব্লগিং করি না। কারণ আমি মনে করি এটা ব্লগিং জগতের ব্লগারে কলঙ্ক। আমি আমার পরিচয়ে এগারটি ব্লগে ব্লগিং করেছি একই নামে। এখনও করে যাচ্ছি নিয়মিত। অতএব এই ব্লগের সকল ব্লগারকে আমি আশ্বস্ত করতে চাই যে আমার নামের ভূত দেখা বন্ধ করুন এবং আতঙ্ক থেকে মুক্ত হোন।
আমি স্বাধীনতা তুমি ওরফ স্বাতু কাপুরুষের মত ব্লগিং করে না এবং কখনও করবে না। আমি আমার নিজ জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা ব্লগিং করি এবং তা নিজের এই নামেই প্রতিষ্ঠিত করতে চাই। অতএব আপনারা আপনাদের ভুল আতঙ্ক থেকে মুক্ত হয়ে সুস্থ ভাবে ব্লগিং করুন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩২