বিজ্ঞান আমাকে যে নাস্তিক হতে শিখিয়েছে
ধর্মীয় অন্ধত্ব থেকে আমাকে যে উদ্ধার করেছে
পুরানো সব কু-সংস্কার ছুড়ে ফেলে
এখন আমি পাণ্ডিত্ব পেয়েছি বিগব্যাং, বিবর্তনবাদ এবং নাস্তিকতাবাদের 'পরে।
বিজ্ঞান আমাকে আধুনিক হতে শিখিয়েছে
সভ্যতার অনেকগুলো তন্ত্র দিয়েছে
পুজিবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র
মানবাধিকারে প্রতিশ্রতি দিয়ে আমাকে স্বপ্নালোকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে।
বিজ্ঞান আমাকে আরও দিয়েছে মিসাইল
হাজার মানুষের প্রাণ হরন করা এক মিসাইল
বলতে পার, এক মিসাইলের উৎপাদন খরচ কত?
এক মিসাইলে কি হাজার মানুষের জীবন বাঁচার একটি শিল্পপ্রতিষ্ঠান তৈরী করা যায় না?
বিজ্ঞান আমাকে মঙ্গল গ্রহ থেকে মাটি এনে দিয়েছে
মঙ্গল গ্রহের মাটিতে কি পৃথিবী পুণ্যতা লাভ করেছে?
একবার মঙ্গলে আকাশযান পাঠাতে খরচ হয় কত?
তাতে কি ইথুপিয়ায় খোলা আকাশের নিচে ঘুমানো মানুষের মাথা গোঁজার ঠাঁই কি হয় না?
বিজ্ঞান আমাকে এই দিয়েছে ঐ দিয়েছে
বিজ্ঞান আমায় সভ্যতার আধুনিকতা দিয়েছে
আরও দিয়েছে নুতন নুতন প্রযুক্তি দ্বারা শোষন কারার পদ্ধতি
প্রযুক্তিকে পুজি করে পুজিবাদিরা নুতন কৌশলে ব্যবসা করে দুই হাতে মুনাফা লুটছে।
বিজ্ঞান আমাকে বিলাস বহুল জীবনযাত্রা দিয়েছে
প্রয়োজন মেটাতে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে
দিয়েছে শরীরে অসংখ্য রোগের বেঝা চপিয়ে
তাইতো আমি চোখে সরষে ফুল দেখি আধুনিক চিকিৎসার নামে চিকিৎসা পত্র দেখে।
বিজ্ঞান আমার দারিদ্রতার জন্যে কি করেছে?
বিজ্ঞান আমার ক্ষুধা মেটানোর জন্যে কি করেছে?
তৃতীয় বিশ্বের মানুষগুলো না খেয়ে ধুকে ধুকে মরছে
বিজ্ঞান আমার দারিদ্রতা এবং ক্ষুধা মেটাতে পারেনা, তাই বিজ্ঞানকে অমি চিবিয়ে খেয়ে আমার ক্ষুধা মেটাতে চাই।