অ্যাপল অফিসে প্রবেশ করছেন FBI এজেন্টরা
আজ আমেরিকান সময় সকাল ৭ টায় অ্যাপলের হেডকোর্টারে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপুর্ন ফাইল জব্দ করেছে এফবিআই। এ সময় সেখানে অ্যাপলের নতুন চেয়ারম্যান আর্থার লেভিনসনকে খুঁজে পাওয়া যায়নি। বিশ্বস্ত সুত্রে জানিয়েছে এফবিআই আসার আগেই টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় নতুন CEO লেভিন্সন। অভিজান শেষে এফবিআই এজেন্ট কিম কার্টার সাংবাদিকদের জানান CEO লেভিন্সনকে প্রয়োজনে পানির তলদেশ অথবা মাটি খুঁড়ে হলেও গ্রেফতার করতে চেষ্টা চালাবে তারা।
অন্যদিকে এ ঘটনায় মোস্তফা জাব্বারকে বেশ উৎফুল্ল অবস্থায় লাসভেগাসের এক ক্যাসিনোতে দেখতে পান সামুর শোবিজ প্রতিবেদক "দূর্যোধন", উল্লেখ্যে জনাব "দূর্যোধন" হলিউডের লিজেন্ডারী ফিল্ম ক্রিটিক পাউলিন কায়েল এর উপর একটি সেমিনারে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তিনি জানান এ সময় কাগুর সাথে এক তরণীকে তিনি দেখতে পেয়েছেন। তবে দ্রুত কাগু সটকে পড়ায় ছবি তোলা সম্ভব হয়নি।
FBI আতংকে পালাচ্ছে অ্যাপলের কর্মীরা
এদিকে কাগুকে একটি বিশেষ সাক্ষাৎকারের জন্য ডেকেছে আরেক জায়ান্ট মিডিয়া NBC Corp. আজ বাংলাদেশ সময় রাত ১১টায় কাগুর সাক্ষাৎকার NBC টেলিভিশনে দেখানো হবে বলে জানানো হয়েছে। সাক্ষাৎকার বাংলায় অনুবাদ করে প্রকাশিত হবে। চোখ খুলে সামুতে রাখুন ২৪ ঘণ্টা।
সবশেষে বলা যায়, মোস্তফা জাব্বার কাগুর মামলায় বিশাল ঝামেলায় পড়তে যাচ্ছে অ্যাপল। কারন ইতিমধ্য এই ঘটনার প্রভাব পড়েছে ওয়ালস্ট্রিট এ। NASDAQ থেকে সামুর অর্থনৈতিক প্রতিবেদক জানিয়েছেন মোস্তফা জাব্বারের মামলার খবর শুনে অনেকে আতংকিত হয়ে তাদের হাতে থাকা শেয়ার বেঁচে দেয়ায় শেল প্রেসার বেড়ে যাওয়ায় ব্যাপক ধ্বস নামে অ্যাপলের শেয়ারে। দেখা যাক কিভাবে এই ধাক্কা সামাল দেয় অ্যাপল।

অ্যাপলের মুল্যেসুচকে ব্যাপক ধ্বস
***ঘটনার সুত্রপাত যেভাবে-অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন বাংলাদেশী বিজ্ঞানী মোস্তফা জাব্বার।