আমার অনেকদিনের ইচ্ছা
তোমাকে নিয়ে কবিতা লিখব।
তোমাকে রাঙ্গাবো আমার কবিতার ক্যানভাসে
কত বসন্ত আসে, কত বসন্ত যায়
কিন্তু আমার কবিতার বসন্ত যেন আর
আসতে চায় না। শীতের রুক্ষতা জড়িয়ে-
এড়িয়ে যেতে চায় কালো বলপেনটাকে।
আমার অনেকদিনের ইচ্ছা
তোমার জন্য একটা কথাবলা শালিক ধরব
তাকে শেখাবো তোমার অজানা কথাগুলো
যে তোমাকে শোনাবে গান ছড়া গল্প,
কিন্তু একটা শালিকও
এখন আমার ছাদে বসে রোদ পোহায় না।
আমার অনেকদিনের ইচ্ছা
তোমার একটা পোরট্রেইট আঁকবো
রঙ তুলিতে তোমাকে নিয়ে খেলবো
আলো ছায়ার কত রঙ্গিন খেলা
দেখবো রুপকথার স্বপ্নের আঁকিবুঁকি,
কিন্তু আমার হাত যেন আড়ষ্ট হয়ে আসে
কাগজ গুলো চুষে নেয় সব তুলির আঁচড়।
আমার অনেক দিনের ইচ্ছা
তোমাকে নিয়ে চাঁদনী রাতে দেখব-
রুপালী পূর্ণিমা, কোনও এক নদীর তটে
ছোট নদী বয়ে যাবে কলকল রবে
জোনাকিরা মাতাবে রাতের অন্ধকার
কিন্তু আমাবস্যার অন্ধকার ভয় দেখায় আমায়
মেঘগুলো সরতে চায় না আকাশ থেকে।
আমার অনেকদিনের ইচ্ছা
তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজব একদিন
বৃষ্টির প্রতিটা কণা ছুঁয়ে যাবে তোমার অধর
ভেজা চুলে অপরূপ তোমাকে দেখবো অপলক
বৃষ্টির রিমঝিম শোনাবে গান,
কিন্তু আজ অনেকদিন হল
বৃষ্টি হয় না, আমার এই মরুভূমির দেশে।