শুধু একটা বিশুদ্ধ আকুতি
তোর মন ছুঁয়ে
শ্রাবণের বর্ষণ নামাবার,
ঘাসফুলের ঘ্রাণহীন সাদায় একটু পরশ দেবার
আর নিঝুম ভোরে
তোর শিয়রে রুপোর কাঠি ছুঁয়ে
তোর ঘুম ঘুম
চোখের পাতায় একটা ঝরা পাপড়ি হবার ।
এই আকুতি ছড়িয়েছে আজ এখানে সেখানে
মেঘের থেমে থেমে গর্জনে
নাকি ছড়িয়েছে সুদূর প্যারিস থেকে সোমালিয়া
অথবা ভেনিস থেকে যুগোস্লাভিয়া
এলোমেলো ঘুরে ঘুরে দলছুট
শেষমেশ,
হামলা হয়েছে আমার মনের জানালায় ।
গুণে গুণে একশ একটা প্রহর পেরিয়ে
নিখাঁদ একটা মন পুড়িয়ে
সকাল
দুপুর
সন্ধ্যা
হৃদয় খুঁড়ে করে দেই দাফন
গুচ্ছ গুচ্ছ মান অভিমান,
এখন শুধু শুরু হবার অপেক্ষায়
নির্ভেজাল ভালবাসার দ্বিতীয় পত্র......