যখন মোহন চাঁদ নেমে আসে পুকুর-জলে
ঝিঁঝিঁপোকারা একসাথে গুনগুন করে
মহুয়াফুল আবেশ ছড়ায় কোকিলার চোখে
নিবিড় আবেগে ডেকে ওঠে কোকিল
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!
যখন ক্লান্ত বিষাদের মড়ক থমকে দাঁড়ায়
মন আওড়ায় ছন্দসী কবিতা
শুভ্র ঐরাবত-মেঘ উঁকি দেয় জানলায়
বেপরোয়া দখিণা বাতাস ওড়ায় এলোকেশ
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!
যখন ভরদুপুরে নেমে আসে শ্রাবণ-সন্ধ্যা
জলের ধারাপাতে ভেজে বায়সকন্যা
অতীত ছুটে আসে দিগন্তরেখা পেরিয়ে
আলতো ছোঁয়ায় মুখ ঢাকে লজ্জাবতীলতা
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!