শুধু তোমার সাথে দেখব বলে
শুনেছি শুধু সমুদ্দুরের গল্প
আর ভেবেছি শুধু স্বপ্ন।
মেয়ে আমি কখনও পাহাড় দেখিনি
শুধু তোমার সাথে দেখব বলে।
তোমার নয়নে আমি
দেখব কত গিরি-হিমাচল।
মেয়ে আমি কখনও ধরিনি
কারও হাত। শুধু
তোমার হাত স্পর্শ করব বলে
শুধুই অপেক্ষায় আছি তোমার।
মেয়ে আমি কখনও জোৎস্না দেখিনি
শুধুই তোমার সাথে প্রথম দেখব বলে
আজও আমার সাধ রেখেছি অপূর্ণ।
আমার পাশে কেউই বসেনি কখনও
শুধুই তোমারই জন্য