আদম সিংহলে। হাওয়া দূর মরুতে।
একদিন সেই দূরত্ব আরাফাতে মিটে গেছে।
ঘর-বাড়ি, জমি-জিরাত সব ফেলে
একটা কিশতির ভরসায় নূহের উম্মত
অথৈ পানিতে ভেসে ভেসে চলতে থাকার
দুঃসময় একদিন শেষ হয়। আবার সবুজের
চক্ষুশীতলতা অনুভব করে নূহের সঙ্গীরা।
পিতার বিপক্ষে দাঁড়িয়ে ইব্রাহীম
পুরো পৃথিবী দাঁড়িয়ে ইব্রাহীমের বিপক্ষে
গনগনে আগুনের ভেতরে দহন-কপাল
কাঙ্ক্ষিত আরামে বদলে গেছে।
সেই ইতিহাস আমরা জানি এবং বিশ্বাস করি।
ইসমাঈলের কুরবানী। ইসমাঈলের মায়ের নির্বাসন।
সবকিছুই একদিন মিলনের ইতিহাস হয়ে
ঠাঁই নিয়েছে আমাদের অন্তরে। আমাদের এবাদতে।
ইউসুফের কুয়া-যাপন দীর্ঘ হয়নি।
ইউসুফের বিরুদ্ধে অপবাদ টেকেনি
ইউসুফের কারাগার-জীবন একদিন;
হ্যাঁ! ঠিকই একদিন রাজার জীবন এনে দিয়েছিল।
মুসার বাক্সজীবন শেষে শত্রু ফেরাউনের ঘরেই
শুরু হয় মুক্ত জীবনের ইতিহাস। এইসব
আমাদের চেতনায় জেগে আছে নিরন্তর।
লোহিত সাগরের বারোটি পথের কথাও
মনে আছে। মনে আছে ধাবমান ফেরাউনের
পরিণতির ইতাহাস। আমরা হতাশ নই।
আইয়ুবের জীবনেও এসেছিল সুখের বার্তা
দেহের পঁচন তার মাবুদের রহম থেকে তারে
পারেনি বঞ্চিত করতে। পারেনি হতাশায় কাঁদাতে।
ঈসার বন্দিত্ব ঈসাকে দিয়েছে স্বপ্ন পুরণের
এক বিরল সুযোগ। যেখানে ঈসাই একমাত্র।
পৃথিবীর দুঃসময়ে আবার ঈসার হাত
প্রসারিত হবে মানুষের সুখের প্রয়োজনে।
আমার মুহাম্মাদ। আমার রাসুল। পৃথিবীর স্পন্দন।
তায়েফের রক্তাক্ত সফর। কুরাইশের জুলুম।
সবশেষে মাতৃভূমির অধিকার ছেড়ে হিজরত।
নির্বাসন। একে একে স্ত্রী সন্তানের বিদায়।
সবকিছুই একদিন শেষ হয়েছিল। সব জুলুম
একদিন মদীনার মাটিতে নত করেছিল মস্তক।
নবীজী আমার ফিরে পেয়েছিলেন মাতৃভূমি
শাসন আর নেতৃত্বের অধিকারসহ।
গ্র্যান্ডট্র্যাঙ্ক রোড। আন্দামান দ্বীপ।
ফজলে হক খায়রাবাদী। ইসমাঈল শহীদ।
অগণিত অপবাদ। প্রতারণার ফতোয়া।
রেশমি রোমাল। তিতুমীরের বাঁশের কেল্লার পতন।
ফকির মজনু শাহ। বালাকোট। সাতান্না সাল।
দেওবন্দ। একদিন সবকিছুই মিলে যায়
স্বাধীনতার মহা সড়কে। মিশে যায় ইতিহাসে।
পুরো পৃথিবীর সব সক্ষমতা এখন
আমাদের বিপক্ষে। আমরাও আমাদের বিপক্ষে।
চারদিকে কেবল ভাঙন আর পতনের শব্দ।
হৃদয়ে হৃদয়ে সন্দেহ। বন্দুকের নল বুকে।
জেলখানার দুয়ার ছাড়া সকল দুয়ার বন্ধ এখন।
ফেরাউনের প্রেতাত্মা। নমরুদের অগ্নি আস্ফালন।
আবু লাহাবের হাত। উতবা শায়বার চোখ।
রাণীর প্রতারণা। সবকিছু একসঙ্গে নেমে এসেছে।
যেনো বৃষ্টির আগে সমগ্র মেঘের একত্র আস্ফালন।
আমরা জানি; আদম থেকে মুহাম্মাদের ইতিহাস।
আমরা জানি; সকল গাদ্দারের পরিণতি।
আমরা জানি; অসংখ্য হিটলারের পতন।
আমরা জানি; মেঘের আড়ালে সূর্যের অস্তিত্ব।
আমরা জানি; জুলুম আর জালিমের ভঙ্গুর মনস্তত্ত্ব।
আমরা জানি; তীব্র তাপোদাহের পরেই রহমের বৃষ্টি হয়
আমরা জানি; আজকের বানানো এ দুঃসময় অনন্ত নয়।
আদম সিংহলে। হাওয়া দূর মরুতে।
একদিন সেই দূরত্ব আরাফাতে মিটে গেছে।
ঘর-বাড়ি, জমি-জিরাত সব ফেলে
একটা কিশতির ভরসায় নূহের উম্মত
অথৈ পানিতে ভেসে ভেসে চলতে থাকার
দুঃসময় একদিন শেষ হয়। আবার সবুজের
চক্ষুশীতলতা অনুভব করে নূহের সঙ্গীরা।
পিতার বিপক্ষে দাঁড়িয়ে ইব্রাহীম
পুরো পৃথিবী দাঁড়িয়ে ইব্রাহীমের বিপক্ষে
গনগনে আগুনের ভেতরে দহন-কপাল
কাঙ্ক্ষিত আরামে বদলে গেছে।
সেই ইতিহাস আমরা জানি এবং বিশ্বাস করি।
ইসমাঈলের কুরবানী। ইসমাঈলের মায়ের নির্বাসন।
সবকিছুই একদিন মিলনের ইতিহাস হয়ে
ঠাঁই নিয়েছে আমাদের অন্তরে। আমাদের এবাদতে।
ইউসুফের কুয়া-যাপন দীর্ঘ হয়নি।
ইউসুফের বিরুদ্ধে অপবাদ টেকেনি
ইউসুফের কারাগার-জীবন একদিন;
হ্যাঁ! ঠিকই একদিন রাজার জীবন এনে দিয়েছিল।
মুসার বাক্সজীবন শেষে শত্রু ফেরাউনের ঘরেই
শুরু হয় মুক্ত জীবনের ইতিহাস। এইসব
আমাদের চেতনায় জেগে আছে নিরন্তর।
লোহিত সাগরের বারোটি পথের কথাও
মনে আছে। মনে আছে ধাবমান ফেরাউনের
পরিণতির ইতাহাস। আমরা হতাশ নই।
আইয়ুবের জীবনেও এসেছিল সুখের বার্তা
দেহের পঁচন তার মাবুদের রহম থেকে তারে
পারেনি বঞ্চিত করতে। পারেনি হতাশায় কাঁদাতে।
ঈসার বন্দিত্ব ঈসাকে দিয়েছে স্বপ্ন পুরণের
এক বিরল সুযোগ। যেখানে ঈসাই একমাত্র।
পৃথিবীর দুঃসময়ে আবার ঈসার হাত
প্রসারিত হবে মানুষের সুখের প্রয়োজনে।
আমার মুহাম্মাদ। আমার রাসুল। পৃথিবীর স্পন্দন।
তায়েফের রক্তাক্ত সফর। কুরাইশের জুলুম।
সবশেষে মাতৃভূমির অধিকার ছেড়ে হিজরত।
নির্বাসন। একে একে স্ত্রী সন্তানের বিদায়।
সবকিছুই একদিন শেষ হয়েছিল। সব জুলুম
একদিন মদীনার মাটিতে নত করেছিল মস্তক।
নবীজী আমার ফিরে পেয়েছিলেন মাতৃভূমি
শাসন আর নেতৃত্বের অধিকারসহ।
গ্র্যান্ডট্র্যাঙ্ক রোড। আন্দামান দ্বীপ।
ফজলে হক খায়রাবাদী। ইসমাঈল শহীদ।
অগণিত অপবাদ। প্রতারণার ফতোয়া।
রেশমি রোমাল। তিতুমীরের বাঁশের কেল্লার পতন।
ফকির মজনু শাহ। বালাকোট। সাতান্না সাল।
দেওবন্দ। একদিন সবকিছুই মিলে যায়
স্বাধীনতার মহা সড়কে। মিশে যায় ইতিহাসে।
পুরো পৃথিবীর সব সক্ষমতা এখন
আমাদের বিপক্ষে। আমরাও আমাদের বিপক্ষে।
চারদিকে কেবল ভাঙন আর পতনের শব্দ।
হৃদয়ে হৃদয়ে সন্দেহ। বন্দুকের নল বুকে।
জেলখানার দুয়ার ছাড়া সকল দুয়ার বন্ধ এখন।
ফেরাউনের প্রেতাত্মা। নমরুদের অগ্নি আস্ফালন।
আবু লাহাবের হাত। উতবা শায়বার চোখ।
রাণীর প্রতারণা। সবকিছু একসঙ্গে নেমে এসেছে।
যেনো বৃষ্টির আগে সমগ্র মেঘের একত্র আস্ফালন।
আমরা জানি; আদম থেকে মুহাম্মাদের ইতিহাস।
আমরা জানি; সকল গাদ্দারের পরিণতি।
আমরা জানি; অসংখ্য হিটলারের পতন।
আমরা জানি; মেঘের আড়ালে সূর্যের অস্তিত্ব।
আমরা জানি; জুলুম আর জালিমের ভঙ্গুর মনস্তত্ত্ব।
আমরা জানি; তীব্র তাপোদাহের পরেই রহমের বৃষ্টি হয়
আমরা জানি; আজকের বানানো এ দুঃসময় অনন্ত নয়।
এ দুঃসময় অনন্ত নয়। আবৃত্তি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯