লিরিক লিখছি বারো সাল থেকে। নিয়মিত হয়েছি ষোলো সালে। ইসলামী সঙ্গীত ব্যান্ড কলরবের সঙ্গে চুক্তির মাধ্যমে আমার নিয়মিত লিরিকের যাত্রা। ইতোমধ্যেই অনেকগুলো লিরিক শ্রোতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো, যেই সামু থেকে শেখ রানা ভাইকে দেখে দেখে লিরিক লেখা শুরু। সেখানেই নিজের লিরিকের গল্প শেয়ার করি।
এই না'ত এর নাম 'ইশকে নবী জিন্দাবাদ' এই পর্যন্ত ইউটিউবে তেইশ মিলিয়ন ভিউ ক্রস করেছে। এর টিউন করেছিল আহমদ আব্দুল্লাহ। ভোকাল দিয়েছে কলরবের সিনিয়র টিম। অনেক ধন্যবাদ সামুকে। সামুর ব্লগারদের প্রতিও কৃতজ্ঞতা। যে প্লাটফর্ম আমাকে লেখালেখিতে সিরিয়াস করেছিল।
আপনারা শুনুন। মন্তব্য ও মতামত জানালে প্রীত হবো।
ইশকে নবী জিন্দাবাদ
আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মাদ
ঝিঁঝির দলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম্পরা
মনের আকাশ আনল মনে দূর মদীনার চাঁদ।
রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ
মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন
আকুল সুরে শিল্পি কবি
গাইলে প্রেমে না'তে নবী
মন হয়ে যায় পাগলপারা
নামায় দু'চোখ অশ্রুধারা
দিল পরিবেশ দরুদ সুরে চায় দিদারের স্বাদ!
ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও
ফিরতি পাখির কাছে বলি রওজা-সুবাস দাও
আমার বোকা আবদারে তাই
আকাশ থেকে সান্ত্বনা পাই
মায়ার নবীর হাত হতে কাল
আবে হায়াত পাবে কপাল!
হৃদয়ে কোরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ!
ইশকে নবী জিন্দাবাদ
#সাইফসিরাজেরলিরিক
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২২