■
০১.
সুরের লহরীতে আকুল আবেদন ভোরের মোনাজাতে
গোলাম অবনত অলোক সুধা কোরআন তেলাওয়াতে
দিনের যাত্রা শুরু রাতের মায়াবনে জীবন খেয়ে খেয়ে
অপার সুধা-সুখে ব্যাকুল ফেরেশতা রবের কায়েনাতে।
■
০২.
কুজন কলরবে ফুলেরা মসজিদে এনেছে মায়া-ভোর
অধীর সাধনায় খুলেছে পৃথিবীতে অহীর আলো-দোর
ভোরের প্রতিবেশে অচেনা সুর আসে ক্ষমার চিৎকারে
আগত জীবনের পাথেয় হয়ে আজ হৃদয়ে নামে ঘোর।
ছবি: নিজস্ব ক্যালিগ্রাফি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৪