প্রত্নতাত্ত্বিক ভয়
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
■
প্রভু-ভক্ত কুকুর দেখে
অকৃতজ্ঞ আমায় দেখি
নতুন কোন কবর দেখে
আয়না দেখি নিয়ম করে।
সাদা চুলের মানুষ দেখে
হাত বাড়িয়ে নিজের চুলে
হাতাশ হয়ে হাতের প্রতি
একটু যেন রাগই করি।
ঘুমের ডাকে অবচেতনে
স্বজন খুঁজি বলতে কথা
প্রাণের মায়া প্রবল হয়ে
সাজায় কত ভয় অযথা।
ফুলসিরাতে একলা হাঁটি
রাত চিনে না চোখের পাতা।
ভাঁজ খেলানো চামড়াগুলো
চোখের পাতা সজল করে
ভীষণ ভেবে আমায় দেখি
আবার জাগে লোভের নদী।
কারুন হাসে আমার প্রাণে
আমি আবার মুসার কথা
জানাই ডেকে আমার সাথে
সজাগ থাকা আমিত্বকে।
কোথায় যাবো ভাবনা এলে
কেনান বলে পাহাড় আছে
প্লাবন এলো নূহের ডাকে
সে আর কত জল বাড়াবে!
বিরোধ ভরা আমার আমি
কোথায় রাখি ভেবেই মরি!
গানের সুরে ঐক্যতানে
রাতের নদী ডাকলে দেখি
কপাল জুড়ে ভবের গলি
ডুবছে হেসে প্রেমের গানে।
জায়নামাজে করুণ আমি
বোধের দ্বারে আটকে থাকি
সিজদা-নত কপাল-দাগে
লোভের আশা স্বর্গে ছুটে।
তিলাওয়াতে গোপন প্রেমে
মধ্য রাতে সজল চোখে
ভেতর থেকে পবিত্রতা
নামতে চেয়ে আটকে বলে
আসছে দিনে কেমন করে
থাকবো সাদা দিলের ঘোরে!
পানসে লাগা আরাম আয়ু
গুনছে বসে পথের বাঁক
হতাশ হয়ে বলছে শেষে
আয়না দেখা বাদই থাক।
নদীর স্রোতে বয়েস গেছে
বাতাস নিলো কোমল ত্বক
মেঘের জলে অশ্রু মিছে
হাতের ছোঁয়া শীতল সব।
দীর্ঘ পথে সফর শেষে
থাকছে স্মৃতি কালের চরে
কেউ আমাকে স্মৃতির পটে
রাখবে ভেবে অযুত কাজে
অনিচ্ছেতে থাকছি লেগে
তবুও স্মৃতি মুছেই যাবে।
প্রত্নতাত্ত্বিক এষণা
আমার থেকে আর খোঁজো না।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জেনারেশন৭১, ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০
এখন পশ্চিম চাহে যে, মুসলমানেরা যেন "ভাগ্যান্নষন"এর জন্য তাদের দেশে আর না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে। একই আব্রাহামিক ধর্মের লোকজন হলেও,...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
শাহ আজিজ, ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। দুই দিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ,...
...বাকিটুকু পড়ুন ৭২-এর রক্তস্নাত সংবিধান বাতিল করে । নিজেদের আদর্শের সংবিধান রচনা করতে চায় এরা‼️বাংলাদেশের পতাকা বদলে দিতে চায়! বাংলাদেশের জাতীয় সংগীত ভালো লাগেনা এদের!জাতিয় শ্লোগানে গায়ে ফোস্কা পরা প্রজন্ম...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
শাহ আজিজ, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না। বিশ্ববিদ্যালয়, হোটেল এমনকি ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০
প্রতিযোগিতার এই দুনিয়ায় এখন আর কেউ নিজের মতো হতে চাই না, হতে চাই বিশ্ববরেণ্যদের মতো। শিশুকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতা। সব ছাত্রদের মাথায় জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার,... ...বাকিটুকু পড়ুন