বিজ্ঞাপনটি বানিয়েছে কবি ওয়ালিউল ইসলাম।
আমার প্রথম কবিতা গ্রন্থ 'এবং দ্বিতীয় অক্ষমতা' একুশে বইমেলা ২০১৬ আসছে।
প্রকাশ করেছে জল।
পাওয়া যাবে 'প্রতিভা প্রকাশনে'।
স্টল নম্বর ৪৭১ ও ৪৭২।
লিটলম্যাগ চত্বরে 'মারমেইডে'।
স্টল নম্বর ৬।
প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।
বইটির প্রথম ফ্ল্যাপে কবি হাসসান আতিক লিখেন-
"কবিতা─ এই বর্ণবন্ধের ঘোরে গহীন হয়ে আছেন একজন প্রকৃত মানুষ; কবি সাইফ সিরাজ। নামের মতোই সমুজ্জ্বল তিনি। কবিতার আকাশে পঙক্তির আলোছায়া নিয়ে যার অবিরাম খেলা।
সাইফ পড়তে পড়তে আবিষ্কৃত হয় আকাশের বাইরে অন্য আকাশ─ ‘ফানুসকালের মুগ্ধতা শেষে আবারও অপেক্ষারা/সজীব-সচল, জীবনের বাঁক-অনুবাঁকে।/দৃষ্টি মেলে অতীত ভুলে সমাপ্তির মায়াবী অন্ধকারে!’। ওই মায়াআলো মায়াঅন্ধকার থেকে কবি যখন মর্তলোকে, তখন ক্ষমতামোহী দেশ কালের গায়ে লিখে দিচ্ছেন ─ ‘ক্ষমতাই ধর্ম, ব্রুশিয়ার বদলে ধর্মগ্রন্থে’। এরপর রাষ্ট্র থেকে সাইফের অনুভব যখন ব্যক্তি হৃদয়ে নেমে আসে, তার আকুলিবিকুলি মননের অতলান্ত ছুঁয়ে দেয়─ ‘বিমুখ স্বজন এসে করুণার প্রার্থনায় বসে/মুছে দেয় স্মৃতি হতে প্রথম অক্ষমতার গান!’। কিংবা─ ‘বিরহে কাতর পাখি ফিরে আসি বিষণ্ন বিকেলে/নীড়ে নয় সেই চোখ; নেমে যায় পথের পাথারে’। এরপর মনোভূমি ছুঁয়ে কবি উড়ে যান ফুল ভ্রমরা হয়ে─ নিষ্ঠুর সত্য জেনো; হয় না মনের এডিটিং!/একজন আলোকচিত্রী চাই, যে জানে ফুলের গন্ধ-ছবির কৌশল। এভাবেই পাঠককে ঊর্ধাকাশ থেকে নিম্নতল ঘুরিয়ে আনেন সাইফ। তার কবিতাগ্রন্থ ‘এবং দ্বিতীয় অক্ষমতা’ হয়ে ওঠে এক সক্ষমতারও গল্প।"
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬