আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভন সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারও ?
আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?
যে ক’টি ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে
আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?
যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,
আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
অঙ্গীকারের, সে অঙ্গুরীয়?
....................................................................
রচনাকালঃ মার্চ, ২০০৮
( প্রসঙ্গ কথাঃ ২০০৬ থেকে ২০১৩, ‘সামহয়্যারইন ব্লগ’-এ লেখা হয়েছিলো বেশ কয়েকটি কবিতা। বলা বাহুল্য, সেই সময়টাতে অনলাইন জগতে বাংলায় লেখালেখি করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিলো ‘সামহয়্যারইন ব্লগ’। আমরা তখন এখানে লেখালেখি করে যে আনন্দ কুড়াতাম, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পরবর্তী সময়ে ফেসবুক বা অন্য কোথাও লেখালেখিতে তেমন আনন্দ আর খুঁজে পাইনি। ….
এখানে আমার ‘কবিতা লেখালেখি’র সময়টাতে ২০০৮ সালে যে কবিতাটি লিখে আমি সবচেয়ে বেশী সংখ্যক পাঠকদের প্রতিক্রিয়া পেয়েছিলাম সেটাই আজ এখানে আবার পোস্ট করলাম। ….” আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? “ শিরোণামের এ কবিতাটি পাঠ করে অনেকেই তখন আমার ই-মেইলে ব্যক্তিগতভাবে চিঠি লিখেও তাদের ভালো লাগার কথা জানিয়েছিলেন …. সেটি আমার জন্য ছিলো পরম প্রাপ্তি আর তখন তা’ আমার লেখালেখিকে বেশ অণুপ্রাণিতও করেছিলো ….। কবিতাটি সেসময়ে কয়েকটি অনুষ্ঠানে আবৃত্তিও করা হয়েছিলো .... । পরবর্তীতে সামহয়্যারইন ব্লগের ব্লগারদের লেখা কবিতা নিয়ে প্রকাশিত ই-সংকলন- ‘১ ব্যাগ কবিতা’য় এ কবিতাটি অন্তর্ভূক্ত করা হয়, সেটিও এক আনন্দের স্মৃতিময় বিষয় হয়ে আছে আমার কাছে। তবে কবিতাটি যখন এর মূল-উৎস বা কবির নাম উল্লেখ ছাড়াই বিভিন্ন ফেসবুক পেজ-এ কপি-পোস্ট করা হয়, তখন কিছুটা খারাপই লাগে। .... যে কোন লেখাই শুধু ‘সংগৃহীত’ বলে না চালিয়ে মূল লেখকের নাম উল্লেখ করে সৌজন্যতা প্রকাশ করা উচিত বলেই মনে করি। ....)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩