বিজয়ের পতাকা হাতে ফিরে এলে
ঐশ্বর্য্যের আপন মহিমায়-
আরেকবার !
হৃদয় কাঁপিয়ে দিয়ে পুনর্বার
ভাসালে সেই ভালোবাসায় –
যার মোহে
নেশাতুর, আবেগ-আপ্লুত- সেই কতোকাল !
অপেক্ষায় কেটে গেছে কতোটা প্রহর
দেখেছে মেঘেরাই শুধু, সেইসব অসহিষ্ণু
অস্তমিত- ফুঁসে থাকা ক্ষোভ !
অপবাদে অপমানে
তোমার কতোটা রক্তক্ষরণ
জেনেছে বিষন্ন আকাশ, আর আমাদের বলতে না পারা সব
কষ্টের গাঢ় নীল জলরাশী।
মনেও পড়ে না-
কতোকাল তোমার মুখ
দেখিনি সহজলভ্যতায়, আমার আপন স্বাচ্ছন্দ্যের
চিরচেনা সঠিক ঠিকানায়
সরাসরি !
যেন একান্ত নিজের হয়েও
এতোকাল তুমি, রাত্রিদিন অন্য কারও হয়ে ছিলে !
শুধু তোমাকে স্পর্শের জন্য-
আমার কতো-সব
অস্বস্তির ঘোরা-ফেরা, কষ্টের ঘোলা-জলে!
শুধু তোমাকে দেখার জন্য-
আমার কী প্রবল আকুতি
তোমার অবরুদ্ধ জানালার আশে-পাশে !
কাঁদা-মাখা মিথ্যে কলঙ্ক-অপবাদ মুছে দিয়ে
তুমি এসে সূর্য্যের মতো একদিন
দৃপ্ত গৌরবে, দাড়াবে পুনর্বার
সেই বিশ্বাস, সহস্র বুকের মধ্যে
কতোকাল-
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে !
মুক্তিতো অবশ্যম্ভাবী, পরিশেষে সেই আকাশেরই হয়
অজস্র পাখীরা যার, বন্ধু চিরকাল-
অজস্র বুকের মধ্যে যাঁর ছবি
আঁকা থাকে অনশেষ-
ভালোবাসাময়
অমলিন ক্যানভাসে!
......................................
২৪ অক্টোবর, ২০১৯
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪