ঋতুপর্ণ ঘোষের "অন্তরমহল" দেখলাম। এটি ব্রিটিশ আমলের এক জমিদার পরিবারের গল্প। পুরুষ শাসিত সমাজ আজো তেমনি আছে, যেমনটি ছিল সেই সময়ে।
নপুংশক জমিদার স্বামীর অক্ষমতাকে সতীনের সামনে জোর গলায় তুলে ধরে মহামায়া। তাকে বন্ধন মুক্তির জন্য উৎসাহিত করে। ঘৃণার সঙ্গে সামনে আনে ধর্মের নামে পুরোহিতদের যৌন লালসার রূপ। মেয়েদের দৈহিক চাহিদাকে অন্য মাত্রা দেয় মহামায়া। যদিও সেই পুরোহিতদের ঘৃণ্য চক্রান্তের শিকার হতে হয় তাঁকে। আপাতঃদৃষ্টিতে পরাজিত হয় তাঁর বিদ্রোহ। মহামায়ার বিদ্রোহ অন্তরমহলের মধ্যে আবদ্ধ থেকেও তবুও কোথায় যেন তৎকালীন সমাজের ঘৃণ্য, বিকৃত রূপ সামনে নিয়ে আসে।
এই মুভি সম্পর্কে আমার কিছু বলার নেই। আমার স্বল্প বুদ্ধিতে কিছু বলাও শোভা পাবে না। আমি এই পরিচালকের বাকি সব মুভি দেখতে চাইছি। তিতলি, চোখের বালি, শুভ মহরত,উৎসব, আবহমান, অন্তর মহল- মাত্র এই ছয়টি মুভি আমি দেখেছি। বাকি মুভি গুলো ডাউন লোডের লিংক কি কেউ আমাকে দিতে পারেন? প্লিজ, প্লিজ,প্লিজ
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪