আমি কিভাবে তোমার ভালোবাসা চেয়েছিলাম, জানো?
কিছুটা জিউসের মতন করে, ধর তুমি, এফ্রোদিতি!
দেবতার হুকুমের গোলামের দেবী নয়, সহবাসিনী করে!
অসংখ্য সাইক্লোপস হত্যা করে, তোমাকে আমার করে নিয়েছিলাম!
আমি তোমাকে ঠিক সেভাবেই চেয়েছিলাম, ঠিক যেভাবে,
মানিকের যক্ষাক্রান্ত শেষদিন পর্যন্ত আগলে রেখেছে তার কপিলা!
শাওনের মত ক্যামেরার সামনে অভিনয়ে নয়, আড়ালে কাদঁবে
গুলতেকিন যেভাবে কেদেঁছিল, যেদিন এই মানিকের অবসান হবে!
আমি কিভাবে তোমাকে চেয়েছিলাম জানো?
হুগোবস-ডানহিল পারফিউমের বদলে তোমায় সুবাসিত হতে
পরিশ্রমী তোমার নাকে হীরের মত উজ্জ্বল ঘামে চুমু খেতে!
চন্দ্রাহত জোছনা রাতে তোমাকে প্রচন্ড আবেগে মন্থন করতে!
এই শেষ বেলায় এভাবেই,
আমি কিভাবে ভালোবাসা চেয়েছিলাম জানো?
যে ভালোবাসার উত্তপ্ত নিঃশ্বাসে তুমি বন্দী হতে
যোদ্ধাহত সৈণিককে যেভাবে আগলে ধরে প্রেয়সী
বয়ে বেড়ানো ক্রাচ ছুড়ে ফেলে স্ত্রীর কাধেঁ তুলে দেয় হাত!
ঠিক সেভাবেই,
আমি তোমাকে চেয়েছিলাম!
জানোইতো,
পুরুষের কান্না তার কবিতায়!!
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১৯