এই শহরের ত্রিসীমানায় কোন মফস্বল নেই, গ্রাম নেই
অথচ শহর ভর্তি মফস্বলের মানুষ, নীরিহ একদল মানুষ
জীবনের তাগিদে-জীবিকার তাগিদে, জীবনের উদ্দীপনায়!
এ শহরের রাতের আকাশ ধূলোময়, সেখানে তারাগুলো অস্তিত্বহীন
বড্ড ব্যর্থ এই শহরের প্রেমিকেরা, অনন্ত-অসীম হাহাকারে বিলীন
এ শহরে অফিস শেষে এফ প্রিমিওতে বাড়ি ফেরে একজন গৃহকর্তা
একি শহরে বারজনের লেগুনায় বেলা শেষে বাড়ি ফেরে চব্বিশজন!
এই শহরের দামী রেষ্টুরেন্টগুলো রান্না জানেনা, বড্ড বাজে তার খাবার
অথচ কিছু অভুক্তেরা আগের রাতের বিয়ের বাসি খাবার খায় তৃপ্তি নিয়ে!
এখানে তাদের বিনোদন টিভি শো-রুমের বাইরে দেশের বিজয় দেখে!
তারা ভয় পায় চিড়িয়াখানায় অভুক্ত রুগ্ন রয়েল বেঙ্গল টাইগার দেখে!
এখানে বাতাস সীসাময়, তবু এখানে বেচেঁ থাকার সুখে লম্বা শ্বাস নেয় কেউ,
আসক্ত সীসা তাদের ফিরে ফিরে টেনে আনে, তারা বুক ভরে নিঃশ্বাস নেয়!
তারা কেউ কেউ অল্পতে বেশ খুব খুশি হয়, কেউ মন খারাপ করে অন্যায্যতায়!
ভাবে, হয়ত তার প্রাপ্য আরো বেশী ছিল, নিশ্চই তাকে কেউ ঠকিয়েছে!
প্রিয় ঢাকা, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুরতমা, তুমি বিষাক্ত পয়জন আইভি!
খুব সম্ভবত একারনেই তোমাতে আসক্ত, এইসব মানুষেরা!
জানো তো?
মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২১