তোমাকে দিয়েছিলাম আমার বোতাম ছেঁড়া শার্ট,
তোমাকে দিয়েছিলাম বুকে লুকিয়ে রাখা অসুস্থ হৃদযন্ত্র
তোমাকে দিয়েছিলাম একুশটি লাল গোলাপ, একাত্তরটি অর্কিড
তোমাকে দিয়েছিলাম ইকোনো বলপেনে নীলখামে লেখা চিঠি
তুমি পড়নি সে প্রেমের আহবান, ছুঁড়ে ফেলেছ অর্কিড
ছিন্নভিন্ন করেছ গোলাপের পাঁপড়ি, রক্তাক্ত করেছ হৃদযন্ত্র
এক সামরিক চিৎকারে স্তব্ধ করেছ ভালোবাসার বিউগল
এখানে এখন, স্পন্দনহীন ইসিজির ফ্ল্যাট ওয়েভের একটানা সুর!
নিরন্তর বেজেই চলেছে! তুমি নিষ্ঠুর, কিংবা নিষ্ঠুরতমা!
তবুও,
আমি ঘৃণা করতে শিখিনি এখনো তোমাকে, অথচ!
তোমার প্রস্থান আমাকে ভুলে যাওয়ার রোগী বানিয়েছে!
ফিরিয়ে দাও আমার নীলখামের চিঠি, বোতাম ছেড়া শার্ট
আমার আবেগে জড়ানো লাল গোলাপ আর তোমার মত বহুরূপী অর্কিড
এতদিন রয়েছে তোমার কাছে, সুবাসিত হয়েছে তোমার সুরভীতে
আমি গন্ধ নেব, ব্লাড হাউন্ডের মত, তোমার আদুরে সৌরভের
ফির স্পর্শ করে অনুভব করব তোমার ছোঁয়া অথবা ছুঁয়ে যাওয়া!
আমি স্খলিত হতে চাই ফির, সেই তোমার সুরভীতে!!