শুয়োর-শকুন-জানোয়ারের দেশ যদি বলি তখন তো আবার দেশদ্রোহী বলবেন, ভারত কিংবা পাকিস্তান চলে যাবার উপদেশ দিবেন অথবা নাস্তিক কিংবা চুচিল বলে গালি দিবেন!!! কিন্তু নির্মম সত্যি হল, আমরা বারবার নিজেদেরকে অসভ্য এবং অমানুষ প্রমাণ করি।
টেলিভিশন অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ের খবরের নিচের পাবলিক কমেন্টগুলা দেখেছেন? দেখেছেন আমাদের তরুন সমাজের রুচির নমুনা? আমাদের জাতির মেরুদণ্ড যে তরুন সমাজ, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক দূরে যাবার স্বপ্ন দেখে, দেখেছেন তো তাদের মানসিকতার প্রদর্শনী?
এরা হল আমাদের ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী, যাদের হাতের মুঠোয় পৃথিবী। এরা হল আমাদের শিক্ষিত যুব সমাজ। এরাই হল সোনার বাংলার সোনার ছেলেরা।
শুনতে খারাপ লাগবে জানি, কিন্তু সত্যি কথা হল বাঁদরের গলায় মুক্তোর মালা (ছাগলের হাতে ইন্টারনেট) মানায় না!!!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬