ব্লগে যে মানুষটা সবকিছু ছাপিয়ে মুক্তিযু্দ্ধ নিয়ে চরম অবসেসড সেই অমি পিয়াল যৌবনজ্বালা নিয়ে ব্যস্ত থাকলেও আমি তার সাথে থাকতে চাই। ব্লগ জীবনের দীর্ঘ ২ বছরে অনেককেই নানা সময়ে সুবিধাবাদী অবস্থানে দেখে থাকলেও অমি পিয়ালকে কোনো সময়ের জন্যই মুক্তিযুদ্ধ-দেশ-স্বাধীনতার নিয়ে কোনো রকম আপোষমুলক অবস্থানে দেখতে পাই নি। মুক্তিযু্দ্ধ নিয়ে গলাবাজী-কিবোর্ডবাজী করে অনেককেই এমন আবেগাপ্লুত হতে দেখেছি যেনো পারলে কিবোর্ডেই আত্মহত্যা করে বসেন, অমি পিয়াল এমনটি করেননি। আবেগকে সম্বল করে উনি মুক্তিযু্দ্ধের তথ্য অনুসন্ধান করে গেছেন প্রতিনিয়ত। ভার্চুয়াল যুদ্ধে প্রতিনিয়ত পুন্দিয়েছেন জামাতি ছাগুদের। ব্লগে উনার এ অবদানকে কি ভাবে অস্বীকার করবো ? উনার অনমনীয় এ অবস্থান না থাকলে ব্লগের পাতায় পাতায় নিজামী-গোআ-পাকিস্তানী পতাকা দেখার নোংরা দূর্ভাগ্য হতো আমাদের।
প্রকৃত যু্দ্ধে অনেকেই হয়তো দামী ডিএসএলআর ক্যামেরা নিয়ে পাখির ছবি তলে বেরাবেন, কেউবা গিটার বাজিয়ে " বউ কথা কও" সুর তুলবেন, কেউবা যত্ন করে বালিকাদের গাল কামড়ানোর স্বপ্নদোষে ভুগবেন , কেউবা পুরুষাংগ বাঁচিয়ে ইয়ারা নদীর পারে হাওয়া খেয়ে বেরাবেন কিন্তু অমি পিয়ালকে যু্দ্ধের ময়দানে ঠিকই দেখা যাবে।
বস, হয়তো চলার পথে অনেক সময়ই আপনার সাথে আমার মতের মিল হবে না। হয়তো গালী বিনিময় হবে তবুও যু্দ্ধে ময়দানে আমাকে পাশে পাবেন। কসম খোদার। আপনার ভাষাতেই বলছি " মহল্লায় আছি, দরকার হইলে আওয়াজ দিয়েন। "
মুক্তিযু্দ্ধেকে জীবনের পরতে পরতে মিশিয়ে ফেলা অমি পিয়ালের পাশে আমি আছি।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪