নীটল ওষ্ঠের উষ্ণতা তোমার পা'য়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তোমার প্রতিটি পথচলার পথে
আমার চুম্বন দেওয়া বিছিয়ে দিব শত ফুলের পাপড়ী
তারই সুবাস যাবে তোমারী বদনে জড়িয়ে
ফুলগুলো তোমার নীটল পায়ে আদর দিবে নীরবে
যদি এমন হতো, এই ১৪ই ফেব্রুয়ারীর রাতে
বৈদু্তিক গোলযোগে, একটা ক্যান্ডল জ্বালানো টেবিলে
তুমি আমি চোখে চোখ রেখে বসে মিষ্টান্ন আলোতে
তোমার নয়নের মাঝে দুষ্টহাসিগুলো রুপকথাগুলি
আমার মনের ঘুড়ির সুতাই দেয় ক্ষনে ক্ষনে টান
মাড়ে বুকে ক্ষণে ক্ষনে এক আবেগপ্রবণ বিষের বাণ
অজশ্র গোলাপে মাঝখানে তোমায় বসিয়ে
তোমার কোমল গালের স্পর্শের অনুভবে
মাতিয়ে তোলে সেই উত্তপ্তকরা বাশিঁ সুর
আর তা আমাকে ওষ্ঠ উষ্ণতায় ভেজায় নিজেরমত করে
যদি এমন হতো, প্রথম ফাল্গুনের জ্যেস্নাভরা রাতে
তোমার কোলে কোন একনির্জন জায়গায় শুয়ে
আকাশের তারাগুলি এক দুই তিন করে গুনি,দুজন মিলে
তোমার আঙ্গুলগুলি কেশে যায় ক্ষনে ক্ষনে পরশ বুলিয়ে
প্রতিটি নি:শ্বাষ যেন কিসের মায়াবী সুর তোলে নীরবে
নির্জন মায়াবী কোন জ্যোস্নাভরা রাতে, ভয়কে দূরে সরে
জড়িয়ে ধরবো তোমাকে, কিছুক্ষণ দুজন থাকবো নীরবে
অবশেষে বলবো - ভালোবাসি আমি অজশ্র তোমাকে
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: যদি আমায় ভালো না বাস,
তবে আমার দেয়া গোলাপটা ফেরত দিও..............................!
০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
চিলিং আউট ইন মরোক্কোঃ ওস্তাদের সাথে বহু-প্রত্যাশিত মোলাকাত!!!
পূর্বকথাঃ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে সেই ২০২২ এর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট করেছিলাম মরোক্কোর তান্জিয়ারে যাওয়া নিয়ে.........বদ লোকের জন্য দোয়া করলে বদ-দোয়া হয়ে যায়!!! শিরোনামে। সেই ভ্রমনের আসল সচিত্র... ...বাকিটুকু পড়ুন
আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল
বিগত ১৫ বছর ধরে আমরা এই এক প্রশ্ন দিয়েই তাদের সকল অন্যায় অবিচারকে জাস্টিফাই করে আসছে। আমরা দেশের মানুষের মাঝে এই ন্যারেটিভ সৃষ্টি করেছি আমরা যেহেতু মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব... ...বাকিটুকু পড়ুন
কে মেয়র হবে না হবে, তাতে আমার কী আসে যায়!
একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন
পুতুল নাচের মাঝের গল্প : ওয়াকার বনাম ইউনূস !
বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে একজন সাধারণ নাগরিক কি ভাবছেন? তাদের ভাবনার আদৌতে গুরুত্ব আছে কোনো ? দেশে ইন্টেরিম সরকার ক্ষমতায় থেকে টেনেটুনে চালিয়ে নিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন... ...বাকিটুকু পড়ুন