বুঝতে পারছিনা শিরোনামটা কি হবে। তাই লেখার নাম টা শিরোনামহীন রাখলাম। আমি সামহোয়ারব্লগইন এ একজন নতুন ব্লগার। অনেকদিন আগে প্রথম আলো পত্রিকাতে এই বাংলা ব্লগ সাইটটির এড্রেস পেয়েছিলাম। পরে একসময় হারিয়ে ফেলেছিলাম এর ঠিকানা। অনেক জায়গায় এই সাইটটির ঠিকানা খুজেছি। কিন্তু পাই নি। পরে প্রথম আলোর পত্রিকার পুরনো সংখ্যা খুজে এই ব্লগের এড্রেস পেয়েছি। খুব খশি হয়েছিলাম ঠিকানা পেয়ে। কয়েকদিন আগে আমি শুরু করেছি অনেক আশা নিয়ে এই সাইটে ব্লগ লিখা। অবশ্য আমার কাছে ব্লগ লিখাটা নতুন এবং এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। আশা করেছিলাম এই সাঃহোঃ ব্লগে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে পরিচিত হব, শেয়ার করব তাদের সাথে আমার অনুভুতি। কিন্তু গত কয়েকদিনের ব্লগের ফ্রন্ট পেজ গুলো বিশ্রেষণ করলে, কি ফল পাওয়া যায়।
স্বভাবতই নিচের প্রশ্নগুলো চলে আসে সামনে...
***ব্লগটা কার দখলে?
***সামহোয়ার কর্তৃপক্ষ কোথায়?
***কর্তৃপক্ষ কি দেখেন না, ব্লগে কে কি পোষ্ট করছে?
***নাকি তারা ফ্রন্টপেজে একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন???
অনেক হয়েছে। এখন কি কর্তৃপক্ষ এ ব্যাপারে একটু চোখ মেলে তাকাবেন? আশা করি কর্তৃপক্ষের এ ব্যাপারে শুভবুদ্বির উদয় হবে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৮