এখানে অশ্রুর কথা উঠছে কেনো , আশ্চর্য!
আমিতো শুধু তোমার শব্দগুলোই দিয়েছি ফিরিয়ে ...
নতুন নীরবে...যা তুমি ধারণ করো বিপুল গৌরবে
তোমার পিদিম-পিরান মাখা অঙ্গ-সৌষ্ঠবে;
পতনে, উজ্জীবনে,
প্রতিটি লেলিহান আঁধার-ভাঙ্গা পূর্ণাঙ্গ মিলনে।
আজ , এখানে অশ্রুর কথা উঠছে কেনো ?
তবে কি সেই সত্য,
যা সমুদ্রপালকে লেখে প্রতিটি ভোরের শিশির আমৃত্যু-পণ;
একদিন ভালবাসা পুড়েছিলো আমাদের শব্দসমান সাদা বরফের বন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:০৪