সিডর ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের নিয়ে নানান জন নানা ভাবে পোষ্ট দিয়েছেন এবং দিচ্ছেন এবং হয়তো আরো দিবেন----
বলার অবকাশ নেই ঘূর্ণিঝড়ে আমাদের দেশের যে ক্ষতি হয়েছ,
তারচেয়ে বড় কথা ---
স্বজন হারানোর ব্যথা,-------- এই ক্ষত বয়ে বেড়াতে হবে মরণ অবধি, যাদের সবা হারিয়েছে তাদের কি দিয়ে স্বান্তনা দিবেন---?
আমি যে আকরণে এই পোষ্ট দিচ্ছি সিডরে আক্রান্ত মানুষদের সমবেদনা জানানোর জন্য নয়, তাদের হয়ে কিছু কথা বলতে।
প্রথমেই ধন্যবাদ জ্ঞপন করছি "সামহোয়্যার ইন.. এবং সেভ দ্য চিল্ড্রেন" কে।
আমাদের এই ব্লগ জগতে সিডর নিয়ে যত লেখা লেখি করেছি তা দিয়ে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের কোন কাজে আসলো কিনা জানিনা, এবং আসবে কিনা তাও কেউ বলতে পরবেন না,
যে মানুষটি ঘূর্ণিঝড়ে আঘাতে সব হারিয়ে নিঃশ্ব হয়ে গেল ---
আজ তার চোখ দিয়ে আর অশ্রু ঝরে না,---
তাকে আজ আবার নতুন আরেক সিডর হয়ে লড়তে হচ্ছে বেচে থাকার জন্য অন্য জোগাড় করতে।
আমার কথা হল ----
আসুন আমারা কথায় না বড় হয়ে কাজে বড় হই,
আসুন আমারা যে যার অবস্থান থেকে কাজ করি,
তা হল আপনি যদি আপনার বাড়ীর আশপাশ হতে যা পারেন তা সংগ্রহ করতে চেষ্টা করুন সাথে সথে আপনার পরিচিত জনদের কে এমনি ভাবে এগিয়ে আসতে বলুন----
আপনার সংগ্রহ করা ১কেজি চাউলই বা কম কিসের ----
আমি গত তিন দিন ধরে এমনি ভাবে সংগ্রহ করার চেষ্টা করেছি--- অনেক বাঙালীদের বাসায় গিয়েছি, এমনো বাসা পেয়েছি গৃহিণী কাছে নগদ টাকা নেই আমি বলেছি অসুবিধা নাই আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে চাউল দিতে পারেন, আমি এ ভাবে বিদেশে বিভুয়ে সামান্য কিছু সংগ্রহ আজ পাঠিয়ে দেওয়া হয়েছে জাতিয় ত্রাণ তহবিলে-----
আপনি ও পারেন কিছু করতে ----
আপনার মহল্লায়, শুধু আপনার বিলিং থেকেই তুলুন কিছু --- যা দেয়- শীতের কাপড় ও কিন্তু জরুরী -----
আপনার বন্ধু সহ মহল্লার সবাই মিলে করতে পারেন----
মহল্লার দোকানদারদের থেকে নিতে পারেন----
নামাজ শেষে মসজিদে মুসুল্লিদের কে বলতে পারেন সাহায্যের হাত বাড়ানোর জন্য - ----
সংগ্রহ পৌচে দিন ঢাবি অথবা রেড ক্রিসেন্টর তহবিলে---
এতে আপনার ছোট হবার কোন অবকাশ নেই---- নিজের মনের কাছে প্রশ্ন করুন----- আপনা সংগ্রহ করা জামাটি হয়তো কোন শিশু পরম মমতা তার গায়ে জড়াবে ---- সেই হাসির ঝিলিক আপনার হৃদয় আলোকিত করার জন্য খোদার আরশ কে আলোকিত করেব-----
এক জন বৃদ্ব যখন আপনার সংগ্রহ করা চাউলে এক মুঠো ভাত খেয়ে প্রশান্তি ভরা হৃদয়ে যে দোযা আসবে তা আপনি কোথায় পাবেন-----
এক সময় যাদের সব ছিল আজ তাদের অনেকের দুমোঠো খাবার এর জন্য হায়াকার করতে হয় ------
আসুন আমরা কথা না বড় হয়ে কাজে বড় হই-----
সত্যিই আমরা দেশ কে অনেক ভালবাসি আজ সেই ভালবাসার ভাল লাগার মাতৃ ভূমি সহজ সরল লাখো মানুষ বড্ড বিপদে --
আসুননা আমরা যে যা পারি তাদের জন্য করার চেষ্টা করি---
আসুন আমরা সবাই মিলে হাতে হাত রাখি ----
বলি আমরা করবো জয়----
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪